TRENDING:

Madan Mitra| Kolkata News|| একই অঙ্গে নানা রূপ! নেতা নন, 'ওহ লাভলি' গেয়ে মঞ্চে ঝড় তুললেন 'শিল্পী' মদন মিত্র 

Last Updated:

Madan Mitra grace an occasion as a singer: ইংরেজি নববর্ষের প্রথম দিনেই গান গেয়ে জমিয়ে দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। গড়িয়ার মিতালি সংঘের একটি অনুষ্ঠানে বিধায়ক বা নেতা নয়, শিল্পী মদন মিত্র আমন্ত্রিত ছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ইংরেজি নববর্ষের প্রথম দিনেই গান গেয়ে জমিয়ে দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। গড়িয়ার মিতালি সংঘের একটি অনুষ্ঠানে বিধায়ক বা নেতা নয়, শিল্পী মদন মিত্র আমন্ত্রিত ছিলেন। আর সেখানেই, তাঁর 'ওহ লাভলি!' শুনে আনন্দিত সকলে। নেতা বা বিধায়ক হিসেবে নয়, শিল্পী হিসেবে অনুষ্ঠানে বিগত কয়েকদিন ধরে ডাক পেয়ে উচ্ছ্বসিত মদন মিত্র। জনপ্রিয় নেতা এ বার অনুষ্ঠানে শিল্পী হিসেবে কলকাতার অন্যতম নামী পুজোর বিজয়া সম্মিলনীতে পেলেন আমন্ত্রণ। এর আগে, নদিয়ার রাসমেলা-সহ হাওড়া ও হুগলি থেকেও একাধিক অনুষ্ঠানে শিল্পী হিসেবে মদন মিত্রকে আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি শিল্পী মদন মিত্রের নামেই চিঠি এসেছে বিধানসভায়। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামাহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র সম্পর্কে বলেছিলেন, ওতো কালারফুল ছেলে।
'শিল্পী' মদন মিত্র । ফাইল ছবি।
'শিল্পী' মদন মিত্র । ফাইল ছবি।
advertisement

রাজনীতির ময়দানে বরাবরই অন্যরকমভাবে জনপ্রিয় মদন মিত্র। তাঁর সাজপোশাক, চশমার কালারে অভিভূত নেটিজেনরা। সম্প্রতি তাঁর গাওয়া 'ওহ লাভলি' সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ে। এ ছাড়া নিয়মিত ফেসবুক লাইভে মদন মিত্রের গানের অনুরাগীর তালিকাও কম দীর্ঘ নয়। এ বার শিল্পী হিসেবে সম্মান পেয়ে দারুণ খুশি তৃণমূল বিধায়ক। এদিন তিনি মঞ্চে বলেন, "আমি গায়ক নই, তবে লোকে আমাকে বলে, নায়ক নেহি...." দু'কলি গান গেয়ে শোনান মদন মিত্র। তিনি জানান , 'রাজনীতিতে কতটা সফল হয়েছি জানি না কিন্তু, মানুষ আমার মধ্যে শিল্পীকে খুঁজে পেয়েছেন এতেই আমি অভিভূত। রাজনীতিতে সফল কিনা জানি না তবে শিল্পী হিসেবে এই সম্মান আমাকে আনন্দ দিয়েছে।'

advertisement

আরও পড়ুন: ফের করোনা 'সুনামি'তে তছনছ হতে পারে দেশ, রাজ্যগুলিকে জরুরি ভিত্তিতে যা নির্দেশ পাঠাল কেন্দ্র...

লাইভে তিনি জেন ওয়াইয়ের ক্রেজ। বাংলার বিধানসভা ভোটের আগে, বিজেপিকে কটাক্ষ করে ওহ লাভলি গান বানিয়ে শোরগোল ফেলে দেন মদন মিত্র। এক গানেই সুপার হিট। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে বহুদিন ধরেই গান গাইতে শুনেছেন তাঁর অনুরাগীরা। শুধু মিতালী সংঘ নয়, শান্তিপুরের পূর্ণিমা মিলনী ক্লাবের পক্ষ থেকে রাসের উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছিল কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। নদিয়ার সবথেকে বড় এই রাসের উৎসবের আমন্ত্রণ পত্রে মন্ত্রী-বিধায়কের সঙ্গে সঙ্গে শিল্পী মদন মিত্রকেও আহবান জানানো হয়েছিল। চিঠির খামে মদন মিত্রকে উদ্দেশ্য করে লেখা হয় বিধায়ক এবং শিল্পী। নিজের নামের পাশে শিল্পী তকমাটি দেখে হেসেও ফেলেছিলেন তিনি। শুধু কলকাতা, নদিয়া নয়, হাওড়া ও হুগলির একাধিক  জায়গা থেকেও শিল্পী হিসেবে ডাক পেয়েছেন তিনি। নতুন বছরের শুরুতেই গান গেয়ে মদন মিত্র বলেছেন, মানুষের পাশে থাকাই কাজ। শুধু নেতা নয়, শিল্পী হয়েও মন জয় করব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ABIR GHOSHAL

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madan Mitra| Kolkata News|| একই অঙ্গে নানা রূপ! নেতা নন, 'ওহ লাভলি' গেয়ে মঞ্চে ঝড় তুললেন 'শিল্পী' মদন মিত্র 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল