চলতি বছরের এপ্রিল মাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মা উড়ালপুলে। জমা আবর্জনায় আগুন লেগে যানজটের সৃষ্টি হয় উড়াপুলে, যদিও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মা উড়ালপুলে দুর্ঘটনার খবর অবশ্য নতুন নয়। এর আগে চিনা মঞ্জায় বহু বাইকারোহী আহত হয়েছেন মা উড়ালপুলে। বেপরোয়া গাড়ি চালিয়ে উড়ালপুল থেকে সোজা নীচে রাস্তায় পড়ে মৃত্যুর ঘটনাও ঘটছে।
advertisement
এর আগে গত বছর নভেম্বর মাসে ফাঁকা মা উড়ালপুলে গাড়ি দাঁড় করিয়ে ঝাঁপ দিয়েছিলেন এক ব্যক্তি। তাঁকে উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে উদ্ধার হওয়া গাড়িতে সরকারি দফতরের লোগো ছিল। মা উড়ালপুলে এ ধরনের মরণঝাঁপ কিংবা দুর্ঘটনা নতুন নয়। এর আগেও বহুবার উড়ালপুল থেকে আত্মহত্যার ঘটনা সামনে এসেছে।
advertisement
Anup Chakraborty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 20, 2022 9:06 PM IST