TRENDING:

Love You Zindagi ! শিশুদিবসে স্কুলে পড়ুয়াদের মানবতার পাঠ, গেয়ে উঠল গানটি

Last Updated:

ছাত্র জীবনই হল জীবনের সুবর্ণ যুগ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ছাত্র জীবনই নিজেকে গড়ে তোলার সঠিক সময় ৷ উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে গেলে সময়ে স্রোতে গা ভাসালে চলেনা ৷ চলতে হয় সময়ের সঙ্গে ৷ সময়ের সঙ্গে সঙ্গে চললেই গড়ে ওঠে জীবনের মূল্যবোধ ৷ সময়কে এড়িয়ে কেউই কিছু করতে পারেনা ৷ তাই সময়ের কাজ সারতে হয় সময়েই ৷ সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায় একটি প্রচলিত প্রবাদ রয়েছে ৷
advertisement

আজ শিক্ষক দিবসের প্রাক্কালে কচি কাচাদের ভিড়ে মনটা যে কখন বাচ্চা হয়ে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা ৷ বারেবারে মনটা বলে ওঠে দিল তো বাচ্চা হ্যায় জি ৷ মনের বয়স কখনই বাড়েনা, কোনও ভাবেই বাড়েনা ৷ পড়ুয়াদের শিক্ষার সঙ্গে পাঠ দেওয়া হয় মানবতার ৷ আগামী দিনে জীবনে চলার পথে যা অত্যন্ত কার্যকর ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

কলকাতারই এক স্কুলে পড়ুয়াদের শেখানো হচ্ছে লভ ইউ জিন্দেগি গানটি ৷ কেননা নিজেকে ভাল না বাসলে অন্যকে ভালবাসবে সে কেমন করে ? আজকের পড়ুয়ারা আগামী দিনের স্কুলের ভবিষ্যত ৷ নিজেকে ভালবাসতে বাসতেই জীবন হয়ে উঠবে সুন্দর ৷ এই শিশুরা খুব ভাল থাকুক জীবনটা যেন এদের কাছে স্বপ্নপূরণের রূপকথা হয়ে ওঠে ৷ এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Love You Zindagi ! শিশুদিবসে স্কুলে পড়ুয়াদের মানবতার পাঠ, গেয়ে উঠল গানটি