বিজেপি সূত্রের খবর, বাংলার ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে বেশ কয়েকটি আসনে প্রার্থী নিয়ে দলের অন্দরেই মতভেদ তৈরি হয়েছে। সেই ব্যাপারেই আলোচনার জন্য আজ দিল্লিতে জরুরি বৈঠক। লোকসভা ভোটে প্রথম প্রার্থী তালিকায় বাংলা থেকে প্রথমে ২০ জনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। যদিও পরবর্তীকালে আসানসোল কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী পবন সিং ভোটে না লড়ার কথা জানান। তাই লোকসভা ভোটের ঘোষণা হলেও বিজেপি ৪২ টি কেন্দ্রের মধ্যে মাত্র ১৯ জনের নিজেদের প্রার্থী ঘোষণা করেছে পদ্ম শিবির। এখনও ২৩ আসনের প্রার্থী ঘোষণা বাকি।
advertisement
আরও পড়ুন: আসছে কালবৈশাখী…আকাশ কালো করে নাগাড়ে গর্জন.. তুমুল ঝড়বৃষ্টি! ১৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আজ সেই ২৩ টি আসনে দলীয় প্রার্থী কারা, সেই নাম চূড়ান্ত হবে বলে পদ্ম শিবির সূত্রের খবর। ইতিমধ্যেই একসঙ্গে ৪২টি কেন্দ্রের প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই জায়গায় লোকসভা ভোটের প্রথম প্রার্থী তালিকায় বাংলার ১৯ জন প্রার্থীর নাম ঘোষণা হলেও এখনও পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা নিয়ে জট অব্যাহত। প্রথম দফায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রেও ভোট। কিন্তু সেখানেও এখনও বিজেপি প্রার্থী কে হবেন তা চূড়ান্ত হয়নি।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলের তরফে বিজেপির এখনও প্রার্থী তালিকা চূড়ান্ত না হওয়া নিয়ে কটাক্ষের জবাবে অবশ্য বলেন, ‘‘কোনও মতভেদ নেই। আমাদের দল সর্বভারতীয়। আর তৃণমূল হল একটা আঞ্চলিক দল। তাই অনেক সময় মৌমাছিও নিজেদেরকে পাখি মনে করে। তৃণমূলের মতো ঘরে বসে প্রার্থী তালিকা করা নয়, আমাদের নির্দিষ্ট নিয়ম কানুন আছে। প্রথমে রাজ্য থেকে দিল্লিতে নাম যায়। সেই নাম নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব আলোচনায় বসে। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দিল্লির সংসদীয় কমিটি কারা প্রার্থী হবেন সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।’’
বলাবাহুল্য, আজই বাংলার অবশিষ্ট ২৩ আসনের প্রার্থী কারা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে বলে বঙ্গবিজেপি সূত্রের খবর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামিকাল মঙ্গলবার বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশের মাধ্যমে বাংলার চূড়ান্ত প্রার্থী তালিকাও দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করা হবে বিজেপির তরফে।