TRENDING:

Lok Sabha Vote 2023: লোকসভার আগেই বাংলায় নতুন দুই জাতীয় সড়ক? বড় সিদ্ধান্তের পথে নবান্ন

Last Updated:

Lok Sabha Vote 2023: ডিসেম্বর মাসের মধ্যেই এই নতুন দুই জাতীয় সড়কের জন্য জমি অধিগ্রহণ কাজ শেষ করতে বলল নবান্ন। ইতিমধ্যেই এই দুই জাতীয় সড়কের জন্য কত ক্ষতিপূরণ দিতে হবে তার ৯০ শতাংশ সমীক্ষার কাজ শেষ করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: লোকসভা ভোটের আগেই নতুন দুই জাতীয় সড়কের কাজ শুরু করে দিতে চায় নবান্ন।রাজ্যের নতুন দুই জাতীয় সড়কের কাজ শুরু করতে তৎপর নবান্নের শীর্ষ মহল। নবান্ন সূত্রে খবর ডানকুনি – বেনারস এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে মুর্শিদাবাদ এর মোড়গ্রাম পর্যন্ত নতুন দুই জাতীয় সড়কের কাজ কতদূর হল তা নিয়ে এদিন উচ্চপর্যয়ের বৈঠক নবান্নে। এই দুই জাতীয় সড়ক মূলত ফাকা জমির উপর দিয়ে যাবে। ইতিমধ্যেই এই দুই নতুন জাতীয় সড়ক তৈরি নিয়ে কেন্দ্রের সঙ্গে এক প্রস্থ আলোচনা হয়েছে রাজ্যের। বেনারস – ডানকুনি জাতীয় সড়ক সম্পূর্ণভাবে একটি পৃথক জাতীয় সড়ক হবে। নবান্নের প্রশাসনিক মহলের ব্যাখ্যা এই জাতীয় সড়ক তৈরি হলে কলকাতা থেকে বেনারসের যাতায়াতের সময় অনেকটাই কমে আসবে।
নবান্নের বড় উদ্যোগ
নবান্নের বড় উদ্যোগ
advertisement

মূলত কলকাতা থেকে বেনারসের যোগাযোগ ব্যবস্থা কে আরো সহজ করে তোলার জন্য এই জাতীয় সড়ক তৈরি করা হচ্ছে বলেই নবান্নের প্রশাসনিক মহলের ব্যাখ্যা। শুক্রবার সকালে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী প্রায় এক ঘন্টারও বেশি সময়সীমা ধরে জাতীয় সড়ক গুলির বিষয় নিয়ে পর্যালোচনা করেন। সেখানে আলোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়ায় এই দুই নতুন জাতীয় সড়কের প্রস্তুতির কাজ।

advertisement

আরও পড়ুন: প্রকাশ্যে আনলেন ‘হিসেব’, মমতাকে বিরাট চ্যালেঞ্জ শুভেন্দুর! বললেন ‘চ্যালেঞ্জ নিন’

নবান্ন সূত্রে খবর এদিনের বৈঠকে মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন  ডিসেম্বর মাসের মধ্যেই এই নতুন দুই জাতীয় সড়কের জন্য জমি অধিগ্রহণ কাজ শেষ করার। ইতিমধ্যেই এই দুই জাতীয় সড়কের জন্য কত ক্ষতিপূরণ দিতে হবে তার ৯০ শতাংশ সমীক্ষার কাজ শেষ করেছে। যে জেলাগুলিতে এখনো পর্যন্ত সমীক্ষার কাজ শেষ হয়নি তাদের নভেম্বর মাসের মধ্যেই সমীক্ষার এর কাজ শেষ করার নির্দেশ মুখ্য সচিবের।

advertisement

আরও পড়ুন: এই মানুষটিকে চেনেন? কোড নাম ব্ল্যাক টাইগার! পাকিস্তানে ঢুকে যা করেছিলেন ইনি, অবিশ্বাস্য!

এদিনের বৈঠকে একাধিক জেলার জেলাশাসকরা উপস্থিত ছিলেন। এই দুই নতুন জাতীয় সড়কের পাশাপাশি বিভিন্ন জেলায় জেলায় যে জাতীয় সড়ক গুলি রয়েছে তার বর্তমান কি পরিস্থিতি তা নিয়েও পর্যালোচনা করেন মুখ্য সচিব। নবান্ন সূত্রে খবর বৈঠকে ৩৪ নম্বর জাতীয় সড়কের কাজও দ্রুত শেষ করার নির্দেশ দেন মুখ্য সচিব উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসককে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

আমডাঙ্গা থেকে কয়েক কিলোমিটার রাস্তা চওড়া করার জন্য যে কাজ বাকি রয়েছে তা অবিলম্বে শেষ করার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় কথা বলে পদক্ষেপের নির্দেশ দেয় মুখ্য সচিব। পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও জাতীয় সড়কের যে সমস্যাগুলি রয়েছে তার দ্রুত মিটিয়ে নেওয়ার নির্দেশ মুখ্য সচিব দেন জেলা শাসকদের। পাশাপাশি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এর বর্তমানে যে কাজ চলছে সেই কাজের বিষয় নিয়েও এদিনের বৈঠকে পর্যালোচনা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Lok Sabha Vote 2023: লোকসভার আগেই বাংলায় নতুন দুই জাতীয় সড়ক? বড় সিদ্ধান্তের পথে নবান্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল