উত্তরবঙ্গেরের কোচবিহারে প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়া। আলিপুরদুয়ারে রাজ্যসভার সাংসদ প্রকাশ ছিক বরাইক। জলপাইগুড়ি– নির্মল চন্দ্র রায়, ধূপগুড়ির বিধায়ক। দার্জিলিংয়ের প্রার্থী গোপাল লামা। রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বালুরঘাটের প্রার্থী ভূমিপুত্র বিপ্লব মিত্র। মালদহ উত্তরে তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। মালদহ দক্ষিণে প্রার্থী শাহনওয়াজ আলি রেহান।
আরও পড়ুন: ‘চোরেদের হাত থেকে উত্তরীয় পরছেন’, নাম না করেই অভিজিৎকে নিশানা অভিষেকের
advertisement
কোচবিহার লোকসভায় ফ্যাক্টর রাজবংশী ভোট। এর প্রভাব আছে, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ আসনেও। দুই লোকসভাই ২০১৯ সালে জিতে নেয় বিজেপি। ২০২১ সালে অবস্থার সাময়িক বদল হলেও। ২০২৪ সালে রায়গঞ্জে বিজেপি ছাড়াও তৃণমূল কংগ্রেসকে লড়তে হতে পারে কংগ্রেসের সঙ্গে। লোকসভায় নজরে বালুরঘাট লোকসভা আসন। দক্ষিণ দিনাজপুর জেলায় ২০২১ সালে ভাল ফল তৃণমূলের। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি এখানের সাংসদ। যদিও পুরভোটে নিজের ওয়ার্ড হেরেছেন বলে তীব্র কটাক্ষ বাংলার শাসকদলের।
মালদহ জেলা, সংখ্যালঘু ভোট এখানে ফ্যাক্টর। গণিখান চৌধুরীর মৃত্যুর পরেও এখানে সংখ্যালঘু ভোট আনুগত্য দেখিয়েছে কংগ্রেসের প্রতি। ২০১৯ সালে এই জেলায় মালদহ উত্তর আসন জিতে নেয় বিজেপি৷ মালদহ দক্ষিণ আসন জিতে নেয় কংগ্রেস। তবে, আমূল বদল ঘটে ২০২১ সালের ফলে। মমতা বন্দোপাধ্যায় প্রচারে গিয়ে বলেছিলেন, ‘আমার এবার আমও চাই, আমসত্ত্বও চাই।’ সেই ফল পেতে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস।
লোকসভা নির্বাচন ২০২৪
সোমরাজ বন্দ্যোপাধ্যায়