TRENDING:

Mohammed Salim: আর জল্পনা নয়, ভোটে দাঁড়াচ্ছেন মহম্মদ সেলিম, বামেদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা

Last Updated:

Lok Sabha Elections 2024: এখনও সবকটি আসনে প্রার্থী ঘোষণা করতে পারল না বামেরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  বামেদের প্রার্থী তালিকা প্রকাশ হল দ্বিতীয় পর্বে৷  যেরকম জল্পনা চলছিল সেরকমই সত্যি করে মহম্মদ সেলিমের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করল বামফ্রন্ট ৷ এবারের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে প্রার্থী হলেন মহম্মদ সেলিমা৷
মুর্শিদাবাদের বাম প্রার্থী মহম্মদ সেলিম
মুর্শিদাবাদের বাম প্রার্থী মহম্মদ সেলিম
advertisement

প্রথম দফার প্রার্থী তালিকায় তরুণ মুখেই ভরসা রেখেছিল সিপিএম৷ তবে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকায় কথা ছিল সুজন চক্রবর্তীর নাম থাকার প্রত্যাশা মিলিয়ে সেইভাবেই তালিকা ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷

দ্বিতীয় তালিকায় ঘোষিত প্রার্থীরা হলেন,

মুর্শিদাবাদ – সিপিআইএম- মহম্মদ সেলিম

রানাঘাট – সিপিআইএম- অলোকেশ দাস

বর্ধমান দুর্গাপুর- সিপিআইএম- ডক্টর সুকৃতি ঘোষাল

advertisement

বোলপুর-  সিপিআইএম- শ্যামলী প্রধান

এর আগে এবং আজকের প্রার্থী তালিকা মিলিয়ে মোট ২১ টি আসনে প্রার্থী দিল ৷ আজকের প্রকাশিত তালিকার সবকটি প্রার্থীই সিপিআইএমের৷

আরও পড়ুন – Bank Holiday: সামনের সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ! কবে, কোথায়, কেন, কাজ সারবেন কিনা

সিপিএম সূত্রে আগেই খবর ছিল দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক হিসেবে থাকতে পারে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নাম৷ সম্ভবত মুর্শিদাবাদ কেন্দ্র থেকেই প্রার্থী হতে চলেছেন তিনি৷

advertisement

তবে বাম শিবির  সূত্রে খবর, উত্তর চব্বিশ পরগণার বনগাঁ অথবা বসিরহাট কেন্দ্রটি কংগ্রেসকে ছাড়া হতে পারে৷ কংগ্রেসের দাবি ছিল বসিরহাট আসনটি৷ কিন্তু ওই আসনে বরাবরই সিপিআই প্রার্থী দিয়ে এসেছে৷ বসিরহাট আসনটি কংগ্রেসকে ছাড়া নিয়ে তাই বামেদের মধ্যেও জটিলতা তৈরি হয়েছিল৷

তবে পুরুলিয়া আসনটি যে কংগ্রেসকে ছাড়া হবে তা একরকম নিশ্চিত৷ গতকাল ওই আসনে প্রার্থী হিসেবে নেপাল মাহাতোর নামও ঘোষণা করে দিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড৷ সেক্ষেত্রে ফরওয়ার্ড ব্লক আসনে এবার আর প্রার্থী দিতে পারবে না বামেদদের আর এক শরিক ফরওয়ার্ড ব্লক৷

advertisement

গত ১৪ মার্চ ১৬টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বামেরা৷ পরে আরও একটি আসনে প্রার্থী দেওয়া হয়৷ শনিবার তারা কটি আসনে প্রার্থী ঘোষণা করে, সেটাই এখন দেখার৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mohammed Salim: আর জল্পনা নয়, ভোটে দাঁড়াচ্ছেন মহম্মদ সেলিম, বামেদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল