TRENDING:

‘কেউ বাড়ি ছাড়বেন না’, বৌবাজারে মাইকে প্রচার চালাচ্ছেন খোদ বাসিন্দারা

Last Updated:

বাড়ির ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে আজীবনের সহায় সম্বল ৷ বুক চাপড়ানো ছাড়া আর কিছুই করার নেই তাঁদের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নির্মীয়মাণ মেট্রো টানেল ধসিয়ে দিয়েছে তাঁদের ভবিষ্যৎ। মুহূর্তেই ধুলোয় মিছিয়ে দিয়েছে জীবনটাকে। খাস কলকাতার বুকেই আজ যেন উদ্বাস্তু বউবাজারের স্যাকরাপাড়া, দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা। রবিবার বিনা নোটিসেই, এক-কাপড়ে ঘর ছাড়তে হয়েছিল অনেককে।
advertisement

তারপরেও থামেনি বিপর্যয় ৷ এখনও নতুন করে বাড়িতে ফাটল ধরেছে ৷ কিছু বাড়ি ধ্বসেও পড়ছে মাঝেমধ্যেই ৷ বৌবাজারের অলিতে গলিতে এখন কান পাতলেই শোনা যাচ্ছে সর্বহারাদের হাহাকার ৷ মুহূর্তের সিদ্ধান্তে বেরিয়ে আসতে হয়েছে ৷ কিন্তু বাড়ির ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে আজীবনের সহায় সম্বল ৷ বুক চাপড়ানো ছাড়া আর কিছুই করার নেই তাঁদের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

এর মধ্যেই বৌবাজারের গৌর দে লেনে শুরু হল মাইকিং ৷ মাইক নিয়ে রাস্তায় বেরলেন বাসিন্দারাই ৷ কাউকে বাড়ি না ছাড়ার জন্য আজ মাইকে ঘোষণা শুরু করেন তাঁরা ৷ মেট্রোর দোষে নিজেদের মাথা গোজার ঠাঁই হারাতে নারাজ তাঁরা ৷ এদিকে ইতিমধ্যেই বাড়ি ছাড়ার নোটিশ ঝুলিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ৷ কিন্তু মেট্রোর নির্দেশ মানতে নারাজ বাসিন্দারা ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘কেউ বাড়ি ছাড়বেন না’, বৌবাজারে মাইকে প্রচার চালাচ্ছেন খোদ বাসিন্দারা