জানা গিয়েছে, সব মিলিয়ে ১৮০০ মেগাওয়াট ঘাটতি দেখা দিয়েছে ৷ তার জেরেই ব্যাহত হয় মেট্রো পরিষেবা ৷ মেট্রোর পাশাপাশি ব্যাহত হয়েছে বহু জরুরি পরিষেবাও ৷ ঘাটতি মেটানো যায়নি বলেই বিদ্যুৎ বিভ্রাট ৷ পরিস্থিতি সামলাতে তৎপর CESC ৷
এখনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি ৷ কী কারণে এই সমস্যা, খতিয়ে দেখা হচ্ছে ৷ CESC-তে বিদ্যুৎ কীভাবে সরবরাহ করা যায়, তা নিয়ে দ্রুত পদক্ষেপ করা হচ্ছে ৷
advertisement
বিদ্যুৎ সমস্যার জেরে বৃহস্পতিবার ব্যস্ত সময় বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা ৷ সকাল ৯.৫৩ থেকে বন্ধ ছিল মেট্রো চলাচল ৷ এর জেরে একাধিক স্টেশনে আটকে পড়ে মেট্রো ৷ পাওয়ার ট্রিপে ত্রুটির জেরে বিপত্তি বলে জানা গিয়েছে ৷ মেট্রোয় বিভ্রাটের জেরে ব্যস্ত সময়ে চূড়ান্ত নাকাল হন নিত্যযাত্রীরা।
কিছুটা প্রভাব পড়ে হাসপাতালগুলিতেও ৷ SSKM-এ ওটি কিছুটা দেরিতে শুরু হয় ৷ কলকাতা মেডিক্যালে কিছুক্ষণ বিদ্যুৎ বিভ্রাট দেখা যায় ৷ বাঙুর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে, শম্ভুনাথ পণ্ডিতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় ৷ জেনারেটর চালিয়ে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে ৷
‘বজবজে CESC-এর ৩টি ইউনিট সকালে হঠাৎই বন্ধ হয়ে যায় ৷ ৯.৫৩ মিনিটে বন্ধ হয়ে যায় উৎপাদন ৷ ১৫ মিনিটের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয় ৷ বজবজ কেন্দ্রে মেরামতির কাজ চলছে ৷ পরিষেবা এখন স্বাভাবিকের পথে’, জানালেন CESC-এর মুখ্য জনসংযোগ আধিকারিক মণিশঙ্কর মুখোপাধ্যায় ৷