TRENDING:

West Bengal by elections: কংগ্রেসের সঙ্গে জোটে ইতি? উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামেদের, চমক নৈহাটিতে

Last Updated:

বামফ্রন্ট সূত্রে খবর, জোট বাঁধার জন্য অপেক্ষা করলেও কংগ্রেসের পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কংগ্রেস অথবা আইএসএফ-এর সঙ্গে যে জোট হচ্ছে না, তা আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল৷ শেষ পর্যন্ত বিজেপি এবং তৃণমূলের পর রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট৷ তবে এ দিনও হাড়োয়া আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি৷ বামেদের পক্ষ থেকে জানানো হয়েছে, হাড়োয়া কেন্দ্রে প্রার্থীর নাম পরে জানানো হবে৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

বামেদের ঘোষিত তালিকা অনুযায়ী, সিতাই এবং মাদারিহাট আসন দুটি দুই শরিক দল ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি-কে ছাড়া হয়েছে৷ সিতাই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী অরুণকুমার বর্মা৷ মাদারিহাট কেন্দ্রে আরএসপি প্রার্থী পদম ওরাঁও প্রত্যাশিত ভাবেই নৈহাটি আসনটি ছাড়া হয়েছে সিপিআইএম(এল)-কে৷ ওই আসনে প্রার্থী হচ্ছেন দেবজ্যোতি মজুমদার৷ মেদিনীপুর আসনটিতে লড়বেন সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরুই৷ তালড্যাংরা আসনে সিপিএম প্রার্থী দেবকান্তি মাহাত লড়বেন৷ হাড়োয়া আসনেও সম্ভবত সিপিএম-ই প্রার্থী দেবে৷

advertisement

আরও পড়ুন: ‘আমি আপনাদের প্রিন্সিপাল করেছি কেন?’ বৈঠক তখন মধ্যগগনে…, গলা তুললেন মমতা!

বামফ্রন্ট সূত্রে খবর, জোট বাঁধার জন্য অপেক্ষা করলেও কংগ্রেসের পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি৷ আইএসএফ-কে বাম শরিকদের মধ্যেই আপত্তি ছিল৷ সেই কারণেই নৈহাটি আসনটি নিয়ে সিপিআইএম(এল)-কে ছাড়ার সিদ্ধান্ত হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
রঙ বদলায় চোখের পলকে, বহু বছর পর বিলুপ্তপ্রায় ক্যামেলিয়ন উদ্ধার চন্দ্রকোনায়
আরও দেখুন

যে ছটি আসনে উপনির্বাচন রয়েছে, তার মধ্যে মাদারিহাট বাদে বাকি সব আসনগুলিই তৃণমূলের দখলে ছিল৷ ফলে এই উপনির্বাচনও বামেদের কাছে কঠিন পরীক্ষা৷ আরজি কর আন্দোলনে সক্রিয় ভাবে মাঠে নামার কোনও সুফল উপনির্বাচনে বামেরা আদৌ পাবে কি না, তারই পরীক্ষা এবারের উপনির্বাচনে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal by elections: কংগ্রেসের সঙ্গে জোটে ইতি? উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামেদের, চমক নৈহাটিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল