লোকসভা ভোটে মোদি বিরোধী জোটে সামিল হতে বামেদের অনীহা স্পষ্ট। কারণ বিজেপির পাশাপাশি তৃণমূলও ঘোষিত শত্রু। তবে কী একলা চলোই সম্বল? আইন অমান্য কর্মসূচিতে বাম নেতৃত্বের তেমনই ইঙ্গিত। সাংগঠনিক শক্তি ঝালিয়ে নিতেই এদিন আইন অমান্যের ডাক দেয় বামেরা।
জাতীয় রাজনীতিতে মোদি বিরোধী রাজনীতির প্রস্তুতি তুঙ্গে। তবে জোট নিয়ে রাজ্যের বাম নেতৃত্বের অনীহা অনেকটাই স্পষ্ট। দলের শীর্ষ কমিটি এতে সায় দেয় কিনা, তা অবশ্য দেখার বিষয়। তবে রাজ্য ও জাতীয় স্তরে তৃণমূলের বিরুদ্ধে সুর নরম করতে নারাজ বাম নেতৃত্ব।
advertisement
কলকাতায় রাণী রাসমণিতে ব্যারিকেড ভাঙতে চেষ্টা করলে কিছুটা উত্তেজনা তৈরি হয়। বালুরঘাটে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জেলাশাসকের দফতর ভাঙচুরের অভিযোগ। এক সিভিক ভলান্টিয়ার সব আহত তিনজন।
ডায়মন্ডহারবার বামেদের জেল ভরো কর্মসূচিতে যাওয়ার পথে আক্রান্ত হন সুজন চক্রবর্তী ৷ গাড়ি আটকে ইট ও বোমা মারারও অভিযোগ ৷
পরিস্থিতি উত্তেজক হয় আলিপুরদুয়ারেও ৷ জেলাশাসকদের দফতরের সামনে বিক্ষোভে লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। চলে টিয়ারগ্যাস। মালদহে বাম কর্মী সমর্থকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ হয়। আইন অমান্য কর্মসূচি ঘিরে রীতিমতো ধুন্ধুমার পুরুলিয়াতেও ৷
দিল্লিতে তৃণমূলের তরফে স্পষ্ট করা হয়েছে, মোদি বিরোধী সব দলকে সামিল করেই জোটের উদ্যোগ হচ্ছে। রাজ্যে একের পর এক ভোটে কোনঠাসা বামেরা ৷ তাই কী তৃণমূলের ছোঁয়াএড়াতে মরিয়া বামেরা?