TRENDING:

পেপার ওয়েট নিয়ে এজলাসে যাই না, বিচারপতির মন্তব্য প্রসঙ্গে এবার আসরে অরুণাভ

Last Updated:

Justice Abhijit Ganguly: মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করেন, "দুর্নীতি বিরুদ্ধে লড়ছি। লড়ব। ১৮ অগাস্ট কোর্ট রুমে পেপার ওয়েট ছিলো। তাই সেদিন কোর্ট প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে বলি।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিচারপতি-আইনজীবী বিতর্কে নয়া মোড়।
advertisement

বিচারপতিদের ভয় না পেতে বার্তা অরুণাভ ঘোষের। আজ নতুন ৯ বিচারপতির শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাই কোর্ট বার সভাপতি অরুণাভ ঘোষ। সেখানেই, অরুণাভ ঘোষ মন্তব্য করেন, "দয়া করে আইনজীবীদের ভয় পাবেন না। আমরা পেপার ওয়েট নিয়ে এজলাসে মামলা করতে যাই না। আমরা নিজেদের যুক্তি নিয়ে মামলা করতে যাই। সবার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। সবাই যদি পেপার ওয়েট নিয়ে যায় তাহলে এত পেপার কোথা থেকে পাওয়া যাবে?"

advertisement

প্রসঙ্গত, মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করেন,"দুর্নীতি বিরুদ্ধে লড়ছি। লড়ব। ১৮ অগাস্ট কোর্ট রুমে পেপার ওয়েট ছিলো। তাই সেদিন কোর্ট প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে বলি।" গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পেপার ওয়েট নিয়ে মন্তব্য ছিল, "সেদিন(১৮ অগাস্ট) এজলাসে ভিড়ের পিছন দিকে পেপার ওয়েট নিয়ে দাঁড়িয়েছিল। এই কারণে আমি সেদিন ভিডিওগ্রাফি করতে বলেছিলাম। জ্যাঠা মশাই এসে বলে গেলেন, সেটাই শেষ কথা হয়ে গেল!"

advertisement

আরও পড়ুন: 'পার্থ চট্টোপাধ্যায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে!' আদালতে বিস্ফোরক দাবি আইনজীবীর! তোলপাড়

উল্লেখ্য, এসএসসি দুর্নীতি সহ একাধিক মামলায় তাঁর নির্দেশ সাড়া ফেলেছে রাজ্যে। তাঁর নির্দেশের প্রেক্ষিতেই চাকরি খুইয়েছেন মন্ত্রী কন্যা। কলকাতা হাই কোর্টের সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছেন আইনজীবীদের একাংশ। আর সেই চিঠির প্রেক্ষিতেই মুখ খুলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

advertisement

আরও পড়ুন: এবার ১২ বছর আগের মামলায় বিপদে অনুব্রত মণ্ডল, তলব আদালতের! তুমুল শোরগোল

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ''আমার বিরুদ্ধে কিছু আইনজীবী প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। আমি অবাক হয়েছি। চিঠিতে লেখা হয়েছে আমি একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে কাজ করছি। চিঠিতে কেউ লিখল না, আমার জন্য কতগুলো মানুষ জেলে রয়েছে। কতজন গ্রেফতার হয়েছে। আমার বেঞ্চে কাউকে একটাকা দিতে হয় না মামলা তোলার জন্য। এগুলো বন্ধ করে দিয়েছি।'' সেই মন্তব্য, পাল্টা মন্তব্যের প্রেক্ষিতেই এবার মুখ খুললেন অরুণাভ ঘোষ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
পেপার ওয়েট নিয়ে এজলাসে যাই না, বিচারপতির মন্তব্য প্রসঙ্গে এবার আসরে অরুণাভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল