ঘটনার পরই কেএমসি-র ড্রেনেজ বিভাগের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আনা হয়েছে আর্থ মুভার, মেরামতির কাজ শুরু করার তোড়জোড় চলছে।
যৌ*না*ঙ্গের লোম পরিষ্কার করা কি একান্ত জরুরি? ৯০ শতাংশ মানুষই ভুল করছেন ! শুনে নিন চিকিৎসকের বক্তব্য
advertisement
ডিপ ফ্রিজে জমছে বরফের পাহাড়? ডিফ্রস্ট না করেই বর্ষায় ফ্রিজারে করুন ৮ জিনিস গলে জল হবে বরফ!
এছাড়াও সূত্রের খবর, কলকাতার বেশ কিছু এলাকায় এখনও ব্রিটিশ আমলের ইট দিয়ে তৈরি ড্রেনেজ সিস্টেম রয়েছে। পার্ক স্ট্রিট, এজেসি বোস রোড— এমন বহু গুরুত্বপূর্ণ রাস্তার নিচেই সেই পুরনো অবকাঠামো রয়ে গিয়েছে।
ড্রেনেজ লাইন বরাবর গজিয়ে ওঠা বড় বড় গাছের শিকড় ওই ইটের গাঁথুনি ফাটিয়ে দেয় বলে মনে করছেন পুরসভার ইঞ্জিনিয়াররা। সেখান থেকেই মাটি ধসে পড়ার সম্ভাবনা তৈরি হয়। এদিনও সেইরকমই একটা পুরনো লাইনের পাশেই ধস দেখা গিয়েছে। এই ঘটনার পর ফের একবার কলকাতার অবকাঠামোগত নিরাপত্তা ও পুরনো ড্রেনেজ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।