TRENDING:

রবিবার বেরোলে সাবধান! কলকাতার রাস্তায় বিরাট ধস! মেরামতির পরেও কেন এমন হল? উঠছে প্রশ্ন!

Last Updated:

কলকাতার রাস্তায় ফের ধস, ব্রিটিশ আমলের ড্রেনেজ সিস্টেম ঘিরে প্রশ্ন। সোমবার রাত ৯টা নাগাদ ধস, আতঙ্ক ছড়ায়. কেএমসি-র ড্রেনেজ বিভাগের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। মেরামতির কাজ চলছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ষায় শহরের রাস্তার করুণ দশা। এদিকে সেদিকে খানাখন্দে জমে আছে জল। তার মধ্যেই ব্যস্ত রাস্তায় বিভীষিকা!  সোমবার রাত প্রায় ৯টা নাগাদ পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক সংলগ্ন রাস্তায় ধস নামল। স্থানীয় সূত্রে খবর, এই এলাকায় আগেও একবার রাস্তা বসে গিয়েছিল। সেবার মেরামতির পর আর সমস্যা হবে না বলেই মনে করা হয়েছিল। কিন্তু সেই পুরনো জায়গাতেই ফের বড়সড় ধস, যার জেরে আতঙ্ক ছড়ায় আশপাশে।
News18
News18
advertisement

ঘটনার পরই কেএমসি-র ড্রেনেজ বিভাগের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আনা হয়েছে আর্থ মুভার, মেরামতির কাজ শুরু করার তোড়জোড় চলছে।

যৌ*না*ঙ্গের লোম পরিষ্কার করা কি একান্ত জরুরি? ৯০ শতাংশ মানুষই ভুল করছেন ! শুনে নিন চিকিৎসকের বক্তব্য

advertisement

ডিপ ফ্রিজে জমছে বরফের পাহাড়? ডিফ্রস্ট না করেই বর্ষায় ফ্রিজারে করুন ৮ জিনিস গলে জল হবে বরফ!

এছাড়াও সূত্রের খবর, কলকাতার বেশ কিছু এলাকায় এখনও ব্রিটিশ আমলের ইট দিয়ে তৈরি ড্রেনেজ সিস্টেম রয়েছে। পার্ক স্ট্রিট, এজেসি বোস রোড— এমন বহু গুরুত্বপূর্ণ রাস্তার নিচেই সেই পুরনো অবকাঠামো রয়ে গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ড্রেনেজ লাইন বরাবর গজিয়ে ওঠা বড় বড় গাছের শিকড় ওই ইটের গাঁথুনি ফাটিয়ে দেয় বলে মনে করছেন পুরসভার ইঞ্জিনিয়াররা। সেখান থেকেই মাটি ধসে পড়ার সম্ভাবনা তৈরি হয়। এদিনও সেইরকমই একটা পুরনো লাইনের পাশেই ধস দেখা গিয়েছে। এই ঘটনার পর ফের একবার কলকাতার অবকাঠামোগত নিরাপত্তা ও পুরনো ড্রেনেজ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
রবিবার বেরোলে সাবধান! কলকাতার রাস্তায় বিরাট ধস! মেরামতির পরেও কেন এমন হল? উঠছে প্রশ্ন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল