রানাঘাট ও পুরুলিয়ায় সোনার দোকানে ডাকাতি ঘটনার পর ব্যবসায়ীদের আরও সতর্ক হতে নির্দেশ লালবাজারের। আগামী সপ্তাহে শহরের সোনা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই সোনার দোকানগুলির জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে লালবাজার। নির্দেশিকায় বলা হয়েছে–
১) দোকানের বাইরে ও অন্দরে উচ্চমানের সিসিটিভি ক্যামেরা বসাতে হবে
২) সিসিটিভি-র আউটপুট গয়নার দোকানে নয়, অন্য কোথাও অবস্থিত হতে হবে। এতে যে বক্তি সিসিটিভি আউটপুট মনিটর করছেন, তিনি পুলিশকে যোগাযোগ করতে পারবেন।
advertisement
৩) ক্লাউড বেসড স্টোরেজে সিসিটিভি ফুটেজের ব্যাক-আপ রাখতে হবে। যদি লোকাল ডিভিআর-টি ডাকাত দল লুঠ করেও নিয়ে যায়, সেক্ষেত্রে যাতে ফুটেজ পেতে কোনও সমস্যা না হয়
৪) 24X7 সিসিটিভি ক্যামেরার রিয়েল-টাইম মনিটরিং চলবে
৫) সিসিটিভি ক্যামেরা এমন ভাবে বসাতে হবে, যাতে দোকানের প্রবেশ ও প্রস্থান পথ স্পষ্টভাবে দেখা যায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়তে হবে ভল্ট, লকার ও ক্যাশ কাউন্টার।
৬) দোকান বন্ধ থাকলেও নিরাপত্তারক্ষী মোতায়েন থাকতে হবে
৭) নিরাপত্তারক্ষীদের বৈধ আর্ম লাইসেন্স থাকতে হবে, নিরাপত্তারক্ষীদের কাছে যেন অস্ত্র থাকে
৮) দোকানের প্রবেশপথ বন্ধ রাখতে হবে। টু-টায়ার সিকিউরিটি ব্যবস্থা থাকা বাঞ্ছনীয়। দোকানের ভিতরে থাকবে একজন নিরাপত্তারক্ষী (গান-ম্যান হলে ভাল), বাইরে একজন নিরাপত্তারক্ষী।
৯) দোকানের বাইরে থাকা নিরাপত্তারক্ষী বললে তবেও দোকানের দরজা খোলা হবে
১০) হেলমেট পরা, মাস্কে মুখ ঢাকা কোনও ক্রেতাকে দোকানে ঢুকতে দেওয়া হবে না
১১) কোনও অপ্রীতিকর পরিস্থিতিতে ১০০ ডায়াল করুন