পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের জন্যও বাজেটে দেওয়া হয়েছে বড় খবর৷ ডিসেম্বর মাসের পরে ফের রাজ্য বাজেট পেশের সময়েও সরকারি কর্মীদের বেতন ৪ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করল সরকার৷ এদিন বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্তমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷
advertisement
DA বাড়ানো, লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানোর পাশাপাশি মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা করেন মন্ত্রী। তিনি জানান, সরকার মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প সমুদ্র সাথী চালু করছে চলতি আর্থিক বর্ষে। এরই পাশাপাশি সরকার চালু করছে নয়া প্রকল্প ‘কর্মশ্রী’। এই প্রকল্পে প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে ৫০ দিনের কাজ নিশ্চিত করা হবে বলে ঘোষণা করা হয়েছে আজকের বাজেটে। কার্যত কেন্দ্রের ১০০ দিনের কাজের পাল্টা হতে চলেছে এই ৫০ দিনের কাজ। মে, ২০২৪ থেকে এই প্রকল্প চালু হবে বলে জানান।
আবাস যোজনায় বকেয়ার জন্য আরও একমাস অপেক্ষা করতে হবে বলেও জানানো হয়েছে রাজ্য বাজেটে। একইসঙ্গে রাজ্যবাসীকে আশ্বস্ত করে জানানো হয়েছে, নাহলে রাজ্য সরকারের টাকা থেকে এই পরিবারদের আর্থিক সাহায্যের বিবেচনা করবে রাজ্য সরকার। একইসঙ্গে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ মাসিক বেতন ১০০০ টাকা বৃদ্ধি করা হবে বলে ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে।
সম্প্রতি রাজ্যে আরেক দফা ‘দুয়ারে সরকার’ ক্যাম্প হয়েছে। এই ক্যাম্পেও অনেকেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পর জন্য আবেদন করেছেন। এই সঙ্গেই বার্ধক্য ভাতার জন্যও আবেদন গ্রহণ করা হয়। তবে এখনও হাতে টাকা পাননি তাঁরা। দুর্গাপূজার আগেই তাদের জন্য সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি তাঁদের অ্যাকাউন্টেও টাকা ঢুকবে।