সিসিটিভিতে ধরা পড়ে খালি ফ্ল্যাটে লোয়ার নার্সারির ছাত্রের উপর গৃহশিক্ষিকা পূজা সিংয়ের অত্যাচারের ছবি। চার বছর আগের এমনই এক জুলাই মাসে পূজার কাছে তাঁদের ছেলেকে রেখে বাইরে গিয়েছিলেন লেকটাউনের দম্পতি। বাড়ি ফিরে সিসিটিভির ফুটেজ দেখে তাঁরা আঁতকে ওঠেন।
আরও পড়ুন
ফের এসএসসি শিক্ষক নিয়োগ নিয়ে দায়ের নয়া মামলা, কী হবে নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ?
advertisement
ফুটেজকে হাতিয়ার করে লেকটাউন থানায় পূজার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। গ্রেফতার হন ওই গৃহশিক্ষিকা। পরে হাইকোর্ট থেকে জামিন পান। কিন্তু তাঁর বিরুদ্ধে পৃথক একটি মামলা চলতে থাকে বিধাননগর আদালতে। ইতিমধ্যেই চার্জশিট দেয় পুলিশ। দু’দুবার শুনানি এড়িয়ে আদালত অবমাননার অভিযোগ পূজার বিরুদ্ধে। শেষ শুনানিতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। অবশেষে মঙ্গলবার বিধাননগর আদালতে হাজিরা দিতেই তাঁকে কারাদণ্ডের নির্দেশ শোনান বিচারক শুভ্রসোম ঘোষাল।
অবশেষে ১৬ মাস পর শেষ হল ডিএ মামলার শুনানি
এদিকে, এদিন পূজার জামিন মঞ্জুর করেছে বিধাননগর আদালত। রায়ের বিরুদ্ধে উচ্চআদালতে যাওয়ার ভাবনা পূজা সিংয়ের।