TRENDING:

Kuntal Ghosh: জোর করে, ভয় দেখিয়ে নেতাদের নাম বলানোর চেষ্টা করছে এজেন্সি, বিস্ফোরক কুন্তল

Last Updated:

বৃহস্পতিবার আদালতে ঢোকার মুখে বিস্ফোরক মন্তব্য কুন্তলের, তিনি বলেন, '' জোর করে নেতাদের নাম বলাচ্ছে ইডি! বলপূর্বক জোর করে দলীয় নেতাদের নাম বলানোর চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আপাতত জেল হেফাজতে কুন্তল ঘোষ। ২৭ এপ্রিল পর্যন্ত নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তলের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ইডি আদালত। বৃহস্পতিবার আদালতে ঢোকার মুখে বিস্ফোরক মন্তব্য কুন্তলের, তিনি বলেন, '' জোর করে নেতাদের নাম বলাচ্ছে ইডি! বলপূর্বক জোর করে দলীয় নেতাদের নাম বলানোর চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।'' সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে? তাঁর উত্তর, ''অবশ্যই অবশ্যই… দলীয় নেতাদের নাম বলানোর চেষ্টা হচ্ছে''
advertisement

আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা হলে তিনি পাশে দাঁড়াবেন। বৃহস্পতিবার প্রেসিডেন্সি জেল থেকে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে যাওয়া হয় কুন্তলকে। লক আপে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান অভিষেকের বার্তা প্রসঙ্গে।  উত্তরে কুন্তল বলেন, ‘‘অবশ্যই, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেওয়া মানে আমাদের বুক চওড়া করা। কারণ, এজেন্সিরা ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে নেতাদের নাম বার করার চেষ্টা করছে। কিন্তু আমরা মা-মাটি-মানুষের দলের লোক, আমরা এই ধরনের ভয়কে পাত্তা দিই না।'

advertisement

এদিন আদালত থেকে বেরনোর সময় কুন্তল বলেন, '' আমাদের ভয় দেখানো হয়েছে, চমকানো হয়েছে। মিথ্যা মামলায় ফাঁসানোর কথা বলা হচ্ছে। ২১ বছর জেল খাটানোর কথা বলা হচ্ছে। বলপূর্বক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে।''  সাংবাদিকরা পালটা প্রশ্ন করেন, ইডি না সিবিআই, কে জোর করছে? উত্তরে কুন্তল বলেন, '' পরে বলব।আমার পরিবারে দুটো বাচ্চা, মা ও স্ত্রী আছেন। তারা নিরাপত্তাজনিত অভাবে ভুগছেন। তাঁদের জন্য যেন ব্যবস্থা করা হয়।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

উল্লেখ্য, বুধবার শহিদ মিনারের সভায় বক্তৃতা করতে গিয়ে সিবিআই এবং ইডি প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, তাঁর নাম নিলেই মদন মিত্র এবং কুণাল ঘোষকে ছেড়ে দেওয়ার কথা বলেছিল সিবিআই।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kuntal Ghosh: জোর করে, ভয় দেখিয়ে নেতাদের নাম বলানোর চেষ্টা করছে এজেন্সি, বিস্ফোরক কুন্তল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল