TRENDING:

Dengue: ‘মশাদের জন্ম নিয়ন্ত্রণ...খুব জটিল বিষয়’, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কুণালের ‘বেফাঁস’ মন্তব্য! তুমুল হইচই

Last Updated:

এরপরেই কুণাল দাবি করেন, ডেঙ্গি নিয়ন্ত্রণে প্রশাসন, রাজ্য সরকার, পুরসভা, স্বাস্থ্য দফতর, যা যা করার সবই করছে৷ পাশাপাশি, ডেঙ্গি নিয়ন্ত্রণে সাধারণ মানুষের নৈতিক কর্তব্যের কথাও তুলে ধরেন কুণাল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ক্রমেই বাড়ছে উদ্বেগ৷ প্রায় প্রত্যেকদিনই হয় কলকাতা, নয় শহরতলি, নাহলে জেলা থেকে ডেঙ্গিতে মৃত্যুর খবর আসছে৷ এবার রাজ্যের সেই ডেঙ্গি পরিস্থিতি নিয়েই মুখ খুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷ শুধু তাই নয়, তাঁর মন্তব্য রীতিমতো ভাইরালও হল৷ ঠিক কী বললেন কুণাল?
advertisement

সূত্রের খবর, এদিন সাংবাদিকদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া জানানোর সময় রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তৃণমূল নেতা৷ রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই সরকারের তীব্র সমালোচনা শুরু করে দিয়েছে বিরোধী শিবির৷ ডেঙ্গি মোকাবিলার জন্য রাজ্য সরকার যথেষ্ট প্রস্তুত ছিল না বলে দাবি করছেন তাঁরা৷

আরও পড়ুন: এবার রাস্তা ফেরত চায় বিশ্বভারতী! শান্তিনিকেতনে ফের পাকছে জট, সরাসরি মমতাকে চিঠি

advertisement

এদিন এ বিষয়ে কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘দেখুন, মশার জন্ম নিয়ন্ত্রণ, এটা একটা খুব জটিল এবং কঠিন বিষয়৷ এখন, মশা অতি অবুঝ প্রাণী৷ মানুষের মধ্যে জন্ম নিয়ন্ত্রণে যত সহজে প্রচার করা যায়, মশার মধ্যে তত সহজে প্রচার করা যায় না৷’’

এরপরেই কুণাল দাবি করেন, ডেঙ্গি নিয়ন্ত্রণে প্রশাসন, রাজ্য সরকার, পুরসভা, স্বাস্থ্য দফতর, যা যা করার সবই করছে৷ পাশাপাশি, ডেঙ্গি নিয়ন্ত্রণে সাধারণ মানুষের নৈতিক কর্তব্যের কথাও তুলে ধরেন কুণাল৷

advertisement

বলেন, ‘‘বাড়িতে বাগানে, ছাদে জল জমিয়ে রাখবেন না৷ জমা জলে যেন মশা জন্ম না নেয়৷ সরকারের পক্ষে সব ছাদ, বারান্দা, বাড়ি দেখা সম্ভব নয়৷ হাতে হাত মিলিয়ে কাজ করা উচিত৷ অনেকে অন্য রাজ্য, এমনকি বাংলাদেশ থেকেও বহু ব্যক্তি আক্রান্ত হয়ে এখানকার হাসপাতালে ভর্তি হচ্ছেন। তার প্রভাব পড়ছে এরাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যায়৷ রাজ্য এবং স্বাস্থ্য দফতর ডেঙ্গি প্রতিরোধে যা করা উচিত সরকার তাই করছে।’’

advertisement

সূত্রের খবর, রাজ্যের বেশ কয়েকটি জেলায় ডেঙ্গি পরিস্থিতি মারাত্মক। দক্ষিণ দমদম পুরসভায় ক্রমেই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। দক্ষিণ দমদম পুরসভায় এই মুহূর্তে প্রায় ৪৫০ জন ডেঙ্গিতে আক্রান্ত।

আরও পড়ুন: সন্তানধারণে সমস্যার শিকড় যে এখানে লুকিয়ে, জানেনই না ৯৯ শতাংশ মহিলা! মাত্র ৫০ টাকায় এখনই করুন এই পরীক্ষা

সরকারি তথ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ডেঙ্গি আক্রান্ত ৮ হাজার ৫৩৫ জন। এর মধ্যে শহরাঞ্চলে ৫ হাজার ৪৪৬ ও গ্রামাঞ্চলে ২ হাজার ৯৫৬ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। গত এক সপ্তাহে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৮৬ জন। বিধাননগর পুর-এলাকায় ১ হাজার ৯১৬, দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ৯১৭, বারাসাত পুর-এলাকায় ২৩৯ জন আক্রান্ত। গ্রামাঞ্চলের মধ্যে আমডাঙা ব্লকে ৪৭৬, বনগাঁ ব্লকে ৬৩২, হাবড়া ২ নম্বর ব্লকে ৩৭৭, রাজারহাট ব্লকে ২৭৯ এবং দেগঙ্গা ব্লকে ১৯৯ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

শহরের পাশাপাশি ডেঙ্গি থাবা বসিয়েছে জেলা-শহরতলিতেও৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার নবান্নে ৪টি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব। সূত্রের খবর, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকদের সঙ্গে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কথা হয়েছে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dengue: ‘মশাদের জন্ম নিয়ন্ত্রণ...খুব জটিল বিষয়’, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কুণালের ‘বেফাঁস’ মন্তব্য! তুমুল হইচই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল