TRENDING:

Kunal Ghosh: পদ হারালেন দিলীপ! 'দুঃখ' ভুলতে দিলীপকে দুয়ারে সরকারে যাওয়ার পরামর্শ কুণালের

Last Updated:

Kunal Ghosh: দিলীপের পদহীন হওয়া নিয়ে এদিন কটাক্ষের সুর শোনা গেল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মুখে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির পদ হারিয়েছেন দিলীপ ঘোষ। বছর ঘুরতেই লোকসভা নির্বাচন। তার আগেই বিজেপির কেন্দ্রীয় স্তরে এমন রদবদল স্বাভাবিক ভাবেই তাৎপর্যপূর্ণ। দিলীপের পদহীন হওয়া নিয়ে এদিন কটাক্ষের সুর শোনা গেল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মুখে।
দিলীপ ঘোষ, কুণাল ঘোষ,
দিলীপ ঘোষ, কুণাল ঘোষ,
advertisement

কুণাল ঘোষ বলেন, “বিজেপি একটা আলাদা দল। দিলীপ ঘোষ নাম সহ সভাপতি পদ থেকে সরে গেল। অনেকে বলেছেন ললিপপের মতো কেন্দ্রীয় মন্ত্রীসভার পদ কয়েক মাসের জন্য সান্ত্বনা পুরষ্কার পেতে পারেন। এরা মিউজিক্যাল চেয়ারে থাকেন। বেশি অপমানিত হলে, দুয়ারে সরকার ভেবে দেখতে পারেন দিলীপ ঘোষ, তার বাড়ির লোকেদের মতো। যারা যারা নানা সমস্যায় থাকে তাদের জন্য সরকারের নানা স্কিম থাকে। আগেও উত্তর দিনাজপুরের এক কেন্দ্রীয় মন্ত্রীকে বাদ দিয়েছিল। আমরা বলছি জীবনের সমস্যা থাকলে, দুয়ারে সরকারের নানা স্কিম ভেবে দেখতে পারেন।”

advertisement

অনুরাগ ঠাকুরকে কটাক্ষ করে কুণাল বলেন, “আসলে INDIA গঠিত হওয়ার পর থেকে প্যানিক রিঅ্যাকশন চলছে NDA জোটের মধ্যে। যার মুখের ভাষা হল, গোলি মারো শালো কো। তিনি আবার আইন শৃঙ্খলার কথা বলছেন। ভিত্তীহীন সব কুৎসা করছেন। মোদি আসলে ভীত, সন্ত্রস্ত। শোনা যাচ্ছে NDA জোটের নাম বদলাতে চাইছেন।”

advertisement

আরও পড়ুন, বন্ধ ঘরে জমছে ময়লা? এখনই সতর্ক হোন, যে কোনও সময়ে আসতে পারে নোটিশ

আরও পড়ুন, বিজেপিতে পদ খোয়ালেন দিলীপ! সরানো হল সর্বভারতীয় সহ সভাপতি দায়িত্ব থেকে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কুণাল বলেন, “ওনারা গো-হারা হেরেছেন। একতরফা মনোনয়ন জমা দিতে দেন না ইউপিতে। ত্রিপুরায় মনোনয়ন দিতে দেন না। আর সন্ত্রাসের কথা বলেছেন শুভেন্দু-দিলীপ। পরাজয় যেখানে নিশ্চিত সেখানে আক্রমণ করুন, এমন কথা ওনারা বলেছেন। অনুরাগ ঠাকুর আগে শুভেন্দু অধিকারীর ভিডিও দেখুন। ৩৫৫ ধারা জারির পরিবেশ তৈরির ভিডিও দেখুন। আপনাদের দরকার ছিল রক্ত, মৃতদেহ। বাংলায় অবাধ ভোট হয়েছে। কয়েকটা জায়গা বাদ দিয়ে।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh: পদ হারালেন দিলীপ! 'দুঃখ' ভুলতে দিলীপকে দুয়ারে সরকারে যাওয়ার পরামর্শ কুণালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল