কয়েক বছরের তফাতে ছবিটা সম্পূর্ণ উল্টে গিয়েছে৷ কুণাল এখন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখপাত্র৷ আর পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়ে সেই প্রেসিডেন্সি জেলেই বন্দি৷ সেই প্রেসিডেন্সি জেলেই পার্থকে দেখে এলেন কুণাল৷ তবে একেবারে সামনে থেকে মুখোমুখি সাক্ষাৎ নয়৷ বরং সিসিটিভি-র মাধ্যমেই জেলের ভিতরে আগের তুলনায় অনেকটা শীর্ণকায় পার্থকে দেখে এলেন কুণাল৷
advertisement
আরও পড়ুন: পুজোয় ‘ছুটি’ নেই দলের বিধায়কদের, মন্ত্রিসভার বৈঠকেই সতর্কবার্তা মমতার
জেল বন্দি থাকার সময় তাঁর যাঁরা সহ বন্দি ছিলেন, তাঁদের জন্যই আজ পুজোর উপহার নিয়ে প্রেসিডেন্সি জেলে গিয়েছিলেন কুণাল ঘোষ৷ জেল সুপারের ঘরে বসেছিলেন তৃণমূল নেতা৷ তখনই জেলে থাকা সিসিটিভি ফুটেজে পার্থকে দেখতে পান কুণাল৷ ফলে দু জনের মুখোমুখি কথা হওয়ার কোনও অবকাশ ছিল না৷ সিসিটিভি-র মাধ্যমেই পার্থকে দেখে ফিরে আসেন কুণাল৷
পরে ঘনিষ্ঠ মহলে কুণাল জানান, দূর থেকে দেখে মনে হয়েছে জেল বন্দি থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ওজন অনেকটাই কমেছে৷ কুণাল যে সময় প্রেসিডেন্সি জেলে গিয়েছিলেন, সেই সময় পার্থকে দেখতে জেলের চিকিৎসকও এসেছিলেন৷
এমনিতে তৃণমূলে থাকাকালীনও পার্থ চট্টোপাধ্যায় এবং কুণাল ঘোষের সম্পর্ক খুব একটা ভাল ছিল না৷ সারদা কাণ্ডে কুণাল গ্রেফতার হওয়ার পর তীর্যক মন্তব্য করেছিলেন তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ আবার পার্থ ইডি-র হাতে গ্রেফতার হতেই যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছিলেন কুণাল৷ এ দিন অবশ্য পার্থর দুর্দশা দেখে খারাপই লেগেছে কুণালের৷ ঘনিষ্ট মহলে সেকথা তিনি জানিয়েছেনও৷ জেল জীবনের যন্ত্রণার কথা িতনি নিজেও ভালই জানেন!
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন