তিনি বলেন, "মুকুল রায়ের ব্যাপার উচ্চমার্গের ব্যাপার। তবে শুভ্রাংশুর অভিযোগ যথেষ্ট ভাবার। অভিযোগ গুরুতর। যিনি নিখোঁজ ছিলেন, তার আবার এমন নিখোঁজের কারণ কী? যে কোনও বিষয়ে অভিষেক বন্দোপাধ্যায়কে জড়ানো বোধহয় ঠিক নয়। অভিষেক বন্দোপাধ্যায়কে নিয়ে নানা চক্রান্ত চলছে। তা নিয়ে তো মুকুল রায় কোনও কথা বলেনি। শুভেন্দুর ট্যুইটে নাম আসার পরেই, সেটা কিনা জানি না।"
advertisement
কুণালের দাবি, "তবে অভিষেকের বিরুদ্ধে যখন অন্যায় চক্রান্ত হয়েছিল। তখন সিনিয়র নেতা হিসাবে কোনও প্রতিবাদ করেননি। আগেই বলেছি সোম থেকে বুধ উনি তৃণমূল। বৃহস্পতিবার থেকে শনি তিনি বিজেপিতে। উনি তো দলের কর্মসূচীতেই থাকেন না। শুভ্রাংশু টাকার খেলার কথা বলছে, ও তাহলে কি সন্দেহ করছে? কীসের ভিত্তিতে বললেন? এটা তদন্তকারীদের উনি বলতে পারবেন। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। পুলিশ নিশ্চিত ভাবেই তদন্ত করছে।"
আরও পড়ুন, প্রবল গরমে বাড়ির বয়স্কদের কথা ভাবুন! কীভাবে সুস্থ রাখবেন, জেনে নিন কিছু টিপস
আরও পড়ুন, AC, কুলারের প্রয়োজন নেই! একটুকরো বরফই করে দেবে আপনার ঘর ঠান্ডা, জানুন কীভাবে
তিনি আরও বলেন, "মুকুল রায় বিভিন্ন স্তরে মায়াবী শিল্পের তারকা। এর মধ্যে দলের যোগ দেখতে পাচ্ছি না। আমার মনে হয় অপহরণকারীর লস। মুকুল রায় কবে সুস্থ, আর কবে অসুস্থ, তা বলতে পারব না। হঠাৎ করে যা হল, তাতে বলার কিছু নেই। শুভেন্দুর ট্যুইটে নাম আছে বলে উনি দিল্লি গেলেন, সেটা নিয়ে দলের কিছু বলার নেই। মুকুল রায় কোথায়, কীভাবে আছেন, উনি নিজেই জানেন না। ওনার নামেই কিন্তু সবচেয়ে বেশি অভিযোগ আছে।"