TRENDING:

Kunal Ghosh: 'দলের হোলটাইমার ২২ লাখের গাড়ি কিনছেন!' কুণালের নিশানায় শতরূপ

Last Updated:

Kunal Ghosh: ইঙ্গিতপূর্ণ ভাবেই কুণাল বলেন, পরে বেলা ১১ টা নাগাদ তিনি বিষয়টি জানাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এবার তৃণমূল কংগ্রেসের নিশানায় বাম নেতা শতরুপ ঘোষ। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ সকালবেলা একটা ট্যুইট করেন। সেখানে তিনি এক নেতার গাড়ি সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তোলেন। যদিও তখনও সেই নেতার নাম নেননি। রহস্য ছিল। ইঙ্গিতপূর্ণ ভাবেই কুণাল বলেন, পরে বেলা ১১ টা নাগাদ তিনি বিষয়টি জানাবেন।
কুণালের নিশানায় শতরূপ
কুণালের নিশানায় শতরূপ
advertisement

সকালে কুণাল প্রথম ট্যুইট করে বলেন, "২০২১ নির্বাচনী হলফনামায় মোট সম্পদ ২ লক্ষ টাকা। এখন এককালীন ২২ লক্ষ টাকা দিয়ে নতুন গাড়ি। এককালীন পেমেন্ট। আবার চাবি দেওয়ার সময়ে রীতিমাফিক ছবি না তুলতে অনুরোধও করা হয়েছে।"

এরপর বেলা এগারোটা বাজতেই তিনি ট্যুইট করে ফের জানিয়েছেন,"এই কি আমাদের পরিচিত শতরূপ? ২০২১ সালে নির্বাচনী হলফনামায় মোট সম্পদ ২ লক্ষ টাকা। এখন ২০২৩ সালে সানেই মোটর শোরুম থেকে মারুতি সুজুকির নতুন বিলাসবহুল মডেল গ্র্যান্ড ভিটারা কিনেছেন। দাম এবং আনুষঙ্গিক খরচ প্রায় ২২ লক্ষ টাকা দিয়ে। গাড়ির নম্বর WB06Y2230,গাড়ি শতরূপের নামে। এককালীন পেমেন্ট করেছে ক্রেতা।"

advertisement

আরও পড়ুন, জট মুক্ত পঞ্চায়েত ভোট,দিন ঘোষণায় বাধা নেই!শুভেন্দুর মামলায় নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন, চাকরিজীবীদের জন্য বড় খবর! ইপিএফ-এ বাড়ল সুদের হার, তবু আক্ষেপ থাকবেই

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কুণাল বলেন, "যদি এই শতরূপ সিপিএমের হন, তাহলে প্রশ্ন- ১) হোলটাইমার এত টাকা পেলেন কোথা থেকে? ২) যদি বাবা বা কোনও আত্মীয় দেন, তাহলে পেমেন্ট ওর নামে কেন? সরাসরি তাঁরা কিনতে পারতেন। ৩) হোলটাইমার এত টাকা ব্যাঙ্ক লোন পেতে পারে কি? ৪) হোলটাইমার ২২ লাখের গাড়ি কিনছেন, পার্টি জানে? ৫) সর্বহারার দলের হোলটাইমার কমরেডের ২২ লাখি বিলাসবহুল গাড়ি চড়ার শখ হবে কেন?"

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh: 'দলের হোলটাইমার ২২ লাখের গাড়ি কিনছেন!' কুণালের নিশানায় শতরূপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল