TRENDING:

Kunal Ghosh: সিজিও-তে গিয়ে সেটলমেন্ট! বিস্ফোরক অভিযোগ উঠতেই আরজি কর নির্যাতিতার বাবার বিরুদ্ধে বড় ব্যবস্থা কুণাল ঘোষের! কী করলেন জানেন? চমকে উঠবেন শুনে

Last Updated:

Kunal Ghosh: কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, 'অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়েও বলছি, আজ ওঁনাকে আইনজীবীর নোটিস পাঠিয়েছি।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কী করলেন কুণাল ঘোষ?
কী করলেন কুণাল ঘোষ?
advertisement

কলকাতা: আরজি কর-এর নির্যাতিতার বাবাকে আগেই আইনি নোটিস পাঠিয়েছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণালের হয়ে তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী এই নোটিসটি পাঠিয়েছেন। নোটিসে আরজি কর নির্যাতিতার বাবাকে চারদিন সময় দেওয়া হয়েছিল। তার মধ্যে জবাব না পেলে মামলা করা হবে বলে জানিয়েছেন কুণাল। এবার সেই মতোই মানহানির মামলা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বুধবার ব্যাঙ্কশাল আদালতে আরজি কর নির্যাতিতার বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন তিনি।

advertisement

এর আগে কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়েও বলছি, আজ ওঁনাকে আইনজীবীর নোটিস পাঠিয়েছি। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী চিঠি পাঠিয়েছেন। আশা করি কাল বা পরশু চিঠি পেয়ে যাবেন। উনি মিডিয়াকে বলেছেন, ”সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। রাজ্য সরকার টাকা দিয়েছেকুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল করেছে। ওঁরা যা মুখে আসবে বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ দিতে হবে। অয়ন ওঁকে চিঠি পাওয়ার পর চারদিন সময় দিয়েছেন। তারপর মামলা করব।’

advertisement

আরও পড়ুন: দিল্লির মুখ্যমন্ত্রীকে হঠাৎ চড় মারলেন কেন?…রাজেশ ভাইয়ের মায়ের কথায় মিলল ইঙ্গিত, আত্মীয়কে ছাড়াতে এসেছিলেন, কিন্তু…

এই বক্তব্যের প্রেক্ষিতে আগেই আইনি নোটিস পাঠিয়েছিলেন কুণাল ঘোষ। এবার মানহানির অভিযোগ তুলে ব্যাঙ্কশাল আদালতে মামলা দায়ের করলেন।

advertisement

প্রসঙ্গত, গত ৯ অগাস্ট আরজি কর নির্যাতিতার মৃত্যুর এক বছর পূর্তি উপলক্ষে তাঁর বাবা-মা ‘নবান্ন অভিযান’-এর ডাক দিয়েছিলেন। সেই অভিযানে সামিল হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির একঝাঁক নেতা-নেত্রীরা। যদিও এই মিছিলে সামিল হয়নি চিকিৎসকঅন্যান্যদের নিয়ে তৈরি হওয়াঅভয়া মঞ্চ’। তাঁরা আলাদাভাবে ওইদিন তাঁদের প্রতিবাদ সংগঠিত করেন। আরজি কর নির্যাতিতার বাবা-মার প্রতি সমবেদনা জানিয়েও একাধিকবার কুণাল ঘোষ মন্তব্য করেছেন, একটি রাজনৈতিক দলের কথায় প্রভাবিত হয়েছেন তিলোত্তমার বাবা-মা। বিজেপিকে সঙ্গে নিয়ে গত ৯ অগাস্ট কেন তাঁরা নবান্ন অভিযান করলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh: সিজিও-তে গিয়ে সেটলমেন্ট! বিস্ফোরক অভিযোগ উঠতেই আরজি কর নির্যাতিতার বাবার বিরুদ্ধে বড় ব্যবস্থা কুণাল ঘোষের! কী করলেন জানেন? চমকে উঠবেন শুনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল