সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লিখেছেন, ”শ্রী অভিজিত গঙ্গোপাধ্যায়, পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ। আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত। ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে। বিজেপিতে গিয়ে সমালোচিত। অনুরোধ, এখনও সময় আছে, ওদের বলে দিন, প্রার্থী হবেন না। তমলুকে @AITCofficial জিতবে। দুমাস পর আপনার সব সম্মান নষ্ট হবে। যে আপনাকে তমলুক নিয়ে যাচ্ছে, সেও আপনাকে হারাবে। তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না। এখনও সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন। পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন। শুভানুধ্যায়ী হিসেবে ভাবতে বললাম।”
advertisement
আরও পড়ুন: ভারতে চালু হবে উড়ন্ত ট্যাক্সি! বাঙালি বিজ্ঞানীর হাত ধরে! কবে চালু, কত ভাড়া জানেন? আকাশে উড়বেন
প্রসঙ্গত, তমলুক থেকেই তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবাংশু ভট্টাচার্য। CPIM ওই কেন্দ্রে প্রার্থী করেছে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে। ঘোষণা না হলেও তমলুকে বিজেপি প্রার্থী হিসেবে দেওয়াল লিখন চলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে। ইতিমধ্যেই তমলুকে গিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা সেরে এসেছেন অভিজিৎবাবু। তাঁর সঙ্গে আগাগোড়া ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: নির্বাচনী বন্ড নিয়ে বিজেপি-তৃণমূল-কংগ্রেস-সিপিআইএম-এর হিসেব, প্রকাশ্যে আনল কমিশন
বিজেপি এরাজ্যে প্রথম পর্বে ২০ কেন্দ্রে তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বাকি কেন্দ্রগুলিতে শীঘ্রই প্রার্থীদের নাম ঘোষণা করে দেবে গেরুয়া শিবির। তার আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতি এমন বার্তা দিয়ে কুণাল ঘোষের এমন পোস্ট রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে।