TRENDING:

PAC Chairman Controversy: মুকুলের পদত্যাগপত্র গৃহীত, পিএসি চেয়ারম্যান পদে এবার দল বদল করা এই বিধায়ক?

Last Updated:

শেষ পর্যন্ত কৃষ্ণ কল্যাণীকে চেয়ারম্যান পদে বসালে মুকুলের মতো তাঁকে নিয়েও যে জটিলতার সৃষ্টি হবে, তা একরকম নিশ্চিত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রত্যাশিত ভাবেই পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়ের পদত্যাগপত্র গ্রহণ করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ এ দিন অধ্যক্ষ নিজেই সেকথা জানিয়েছেন৷ পদত্যাগপত্র গ্রহণের আগে মুকুল রায়ের সঙ্গে ফোনেও কথা বলেন স্পিকার৷
মুকুলের জায়গায় কৃষ্ণ কল্যাণী?
মুকুলের জায়গায় কৃষ্ণ কল্যাণী?
advertisement

কিন্তু মুকুল রায়ের জায়গায় কে হবেন নতুন পিএসি চেয়ারম্যান? শাসক দল সূত্রে খবর, মুকুল রায়ের জায়গায় পিএসি চেয়ারম্যান পদে নিয়ে আসা হতে পারে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে৷ মুকুল রায়ের মতোই কৃষ্ণ কল্যাণীও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি-র টিকিটে জয়ী হয়েছিলেন৷ পরে দলবদল করে নিজের পুরনো দল তৃণমূলে ফেরেন তিনি৷

শেষ পর্যন্ত কৃষ্ণ কল্যাণীকে চেয়ারম্যান পদে বসালে মুকুলের মতো তাঁকে নিয়েও যে জটিলতার সৃষ্টি হবে, তা একরকম নিশ্চিত৷ কারণ খাতায় কলমে বিজেপি বিধায়ক হলেও কৃষ্ণ কল্যাণী এখন তৃণমূলে৷ ফলে, বিজেপি পিএসি চেয়ারম্যান পদে যে মুকুলের মতোই তাঁকেও মানবে না, তা ধরে নেওয়াই যায়৷

advertisement

আরও পড়ুন: ১৭ হাজার শিক্ষকপদের চাকরি তৈরি, আসানসোলের সভা থেকে স্পষ্ট করলেন মমতা

রীতি অনুযায়ী, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি চেয়ারম্যানের পদটি বিরোধী দলের কাউকেই দেওয়া হয়৷ মুকুল রায় তৃণমূলে যোগ দিলেও তাঁকেই প্রথমে এই পদে বসানো হয়৷ বিজেপি যে সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে৷ মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান পদ থেকে সরাতে মামলা গড়ায় আদালত পর্যন্ত৷ যদিও মুকুল রায় বিজেপি-তেই আছেন বলে নিজের রায়ে জানিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তবে বিজেপি আপত্তি করলেও পিএসি কমিটিতে সংখ্যার নিরিখে কৃষ্ণ কল্যাণীর চেয়ারম্যান পদে বসা একরকম নিশ্চিত৷ এ দিন বিধানসভায় অধ্যক্ষের ঘরেই তাঁর সঙ্গে কথা বলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মুখ্য সচেতক নির্মল ঘোষ৷ পদত্যাগের পর মুকুল রায় পিএসি কমিটির সদস্যও থাকলেন না৷ তাঁর জায়গাতেই বিজেপি বিধায়ক হিসেবে কৃষ্ণ কল্যাণীকে অন্তর্ভুক্ত করা হবে৷ পিএসি চেয়ারম্যান হিসেবে কৃষ্ণ কল্যাণীর নাম ঘোষণা এখন সময়ের অপেক্ষা মাত্র৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
PAC Chairman Controversy: মুকুলের পদত্যাগপত্র গৃহীত, পিএসি চেয়ারম্যান পদে এবার দল বদল করা এই বিধায়ক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল