TRENDING:

প্রতিপদে চণ্ডীপাঠ, ঠাকুরের ভোগ, ষষ্ঠীতে বোধন, ঘোষাল বাড়ির পুজো চলছে এই নিয়মেই

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোন্নগর: জমিদারিতে সময়ের থাবা। ৫৬৩ বছরের পুজো। কিন্তু পুজো প্রথায় প্রলেপ পড়েনি সময়ের। নিয়ম মেনে বিসর্জন দশমীর দিনের বেলায় । রীতিমত পেটপুরে পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা খেয়ে বিসর্জনে যান মহিলারা। হুগলির কোন্নগরের ঘোষাল বাড়ির পুজোয় ইতিহাস আর নিয়ম নীতির বাঁধন।
advertisement

প্রাচীন কিন্তু সমসাময়িক। জমিদারি আজ লুপ্ত। ঘোষাল বাড়ির পাঁজরে লেপটে ক্ষয়। তবুও অটুট বাঁধন। নিয়ম নীতির বেড়াজালে দুর্গার উপাসনা। পাঁচশ তেষট্টি বছরের পুজোর প্রথায় কোনও নড়চড় নেই। জমিদারির জৌলুস নেই। এই পুজোর জাঁক আছে। তবে চারদিনের ঢাক নেই। বদলে আছে ঢোল-কাঁসর। কোন্নগরের ঘোষাল বাড়ির পুজো কিছুটা পারিবারিক, কিছুটা বারোয়ারি।

সম্রাট আকবরের শাসনকালে জমিদারি পায় ঘোষালরা। আর পুজোতে ব্রিটিশ সরকার সাড়ে সাতশো টাকা করে দিত। হাওড়া ও হুগলির বিভিন্ন এলাকা থেকে প্রজারা নিয়ে আসতেন কাঁচা আনাজ, মাছ ও নারকেল নিয়ে। জম্পেশ ভোজের আয়োজন হত ঠাকুর দালানে।

advertisement

প্রতিপদে চণ্ডীপাঠ, ঠাকুরের ভোগ। ষষ্ঠীতে বোধন। অষ্টমীতে সন্ধিপুজো। ঘোষাল বাড়ির পুজো চলছে এই নিয়মেই। দশমীর রাতে নয়, উমা বিসর্জন দেওয়া হয় দিনে। পান্তা-ইলিশ মাছ ভাজা খেয়ে মহিলারা যান বিসর্জনে। পুজোর মিষ্টি তৈরি হয় বাড়িতেই।

ঘোষাল বাড়ির প্রতিমা একচালা। প্রতিমার বাহনেও সেই ব্রিটিশ আনুগত্যের প্রভাব। টানা চোখের ঘোড়াদাবা সিংহ। সবুজ রঙের অসুর। উলটো রথের দিন কাঠামো পুজো দিয়ে শুরু মূর্তি তৈরির কাজ। পাঁচপুরুষ ধরে পরম্পরার প্রতিমা বানাচ্ছেন মৃৎশিল্পী।

advertisement

পুজো তো প্রাণের। তাই বারবার ছুটে আসা। উৎসবের দিনে বাড়তি মাত্রা যোগ করে পারিবারিক অনুষ্ঠান। অষ্টমীর দিন নৃত্যনাট্য করবেন বাড়ির মহিলারা। ঠাকুরদালানের দুপুর এখন রিহার্সালে জমজমাট।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রজন্মের পর প্রজন্মের হাত ধরাধরিতে চলছে পুজো। হারায়নি ঐতিহ্য। স্মৃতির জাল বুনেছে ঘোষাল বাড়ি। ঠাকুরদালানে কথা বলে ইতিহাস। সাদা-কালোর জাল ছিঁড়ে রঙিন হয়ে ওঠে পুজোর ধুমধাম।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রতিপদে চণ্ডীপাঠ, ঠাকুরের ভোগ, ষষ্ঠীতে বোধন, ঘোষাল বাড়ির পুজো চলছে এই নিয়মেই