TRENDING:

উল্টোডাঙায় গুলিবিদ্ধ যুবকের দেহ উদ্ধার

Last Updated:

উল্টোডাঙার মুরারিপুকুর রোডে একটি ছোট ট্রাক থেকে যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। বুকের বাঁদিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় তাকে। ঘটনাস্থলে পাওয়া গেছে একটি ওয়ান শর্টারও। নিহত যুবক কানাইয়া ওরফে ছোট্টু সাউ একজন তৃণমূল কর্মী বলে দাবি পরিবার ও এলাকাবাসীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা । ঘটনাস্থলে যায় উল্টোডাঙা ও মানিকতলা থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যান মানিকতলার তৃণমূল কংগ্রেস প্রার্থী সাধন পান্ডে। পরিকল্পিতভাবে যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ তাঁর। খুনের ঘটনা কী না, তা খতিয়ে দেখছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উল্টোডাঙা থেকে উদ্ধার হল গুলিবিদ্ধ তৃণমূলকর্মীর দেহ। মুরারিপুকুর রোডে একটি ছোট ট্রাকের ভিতর থেকে কানাইয়া সাউ নামে যুবকের দেহ উদ্ধার হয়। তাঁর বুকের বাঁদিকে গুলির গভীর ক্ষতচিহ্ন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার। ছেলেকে খুন করার অভিযোগ করেছেন নিহতের বাবা। একই অভিযোগ তৃণমূল নেতা সাধন পাণ্ডেরও। খুন , না আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement

কানাইয়া ওরফে ছোট্টু সাউ। এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। মানিকতলা তৃণমূল কংগ্রেস প্রার্থী সাধন পাণ্ডের দলের কর্মী । মূলত দেওয়াল লেখার কাজ করতেন ছোট্টু। বুধবার সকালে উল্টোডাঙার মুরারি পুকুর রোডে একটি ছোট ট্রাকের মধ্যে থেকে উদ্ধার হয় কানাইয়ার দেহ। বুকের বাঁদিকে গুলির গভীর ক্ষত। পাশেই পড়ে একটি ওয়ান শটার । খুন? না আত্মহত্যা ? প্রশ্নটা ঘুরছে মুখে মুখে। যদিও কানাইয়ার বাবার অভিযোগ, খুনই হয়েছে ছেলে ৷ ছেলে রাতে দেওয়াল লেখার কাজ সেরে ক্লাবেই ঘুমত। মঙ্গলবার রাতে তাই ছেলে বাড়ি না ফেরাতে চিন্তা করেননি বাবা-মা কিংবা পরিবারের লোকজন। সকালে ছেলের মৃত্যুর খবরে শোক বাধা মানছে না মানিকতলার সাউ পরিবারে। তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। গাড়ির মধ্যে থেকে ওয়ান শটারের পাশাপাশি উদ্ধার হয়েছে কানাইয়ার মোবাইল-ও। পাওয়া গেছে একটি বিয়ারের বোতল। ফিঙ্গারপ্রিন্টের নমুনা জোগাড় করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/কলকাতা/
উল্টোডাঙায় গুলিবিদ্ধ যুবকের দেহ উদ্ধার