কানাইয়া ওরফে ছোট্টু সাউ। এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। মানিকতলা তৃণমূল কংগ্রেস প্রার্থী সাধন পাণ্ডের দলের কর্মী । মূলত দেওয়াল লেখার কাজ করতেন ছোট্টু। বুধবার সকালে উল্টোডাঙার মুরারি পুকুর রোডে একটি ছোট ট্রাকের মধ্যে থেকে উদ্ধার হয় কানাইয়ার দেহ। বুকের বাঁদিকে গুলির গভীর ক্ষত। পাশেই পড়ে একটি ওয়ান শটার । খুন? না আত্মহত্যা ? প্রশ্নটা ঘুরছে মুখে মুখে। যদিও কানাইয়ার বাবার অভিযোগ, খুনই হয়েছে ছেলে ৷ ছেলে রাতে দেওয়াল লেখার কাজ সেরে ক্লাবেই ঘুমত। মঙ্গলবার রাতে তাই ছেলে বাড়ি না ফেরাতে চিন্তা করেননি বাবা-মা কিংবা পরিবারের লোকজন। সকালে ছেলের মৃত্যুর খবরে শোক বাধা মানছে না মানিকতলার সাউ পরিবারে। তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। গাড়ির মধ্যে থেকে ওয়ান শটারের পাশাপাশি উদ্ধার হয়েছে কানাইয়ার মোবাইল-ও। পাওয়া গেছে একটি বিয়ারের বোতল। ফিঙ্গারপ্রিন্টের নমুনা জোগাড় করা হয়েছে।
advertisement