TRENDING:

এবার বিধানসভায় থাকছেন না দুই জাঁদরেল অভিনেত্রী !

Last Updated:

এলেন আর গেলেন ৷ মাঝখানে অবশ্য কিছুদিনের জন্য তপ্ত করেছিলেন ভোটের বাজার ৷ ফলাফল বের হতেই,একেবারেই নিশ্চুপ দুই বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায় !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এলেন আর গেলেন ৷ মাঝখানে অবশ্য কিছুদিনের জন্য তপ্ত করেছিলেন ভোটের বাজার ৷ ফলাফল বের হতেই,একেবারেই নিশ্চুপ দুই বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায় !
advertisement

সিনেমার পর্দায় যে অভিনয় লাগেনি কাজে ৷ ভোটের আঙিনায় তাকে কাজে লাগাতে চেয়েছিলেন এই দুই অভিনেত্রী ৷ ভোট টানতে সব ইস্যুতেই ‘নাটকীয়’ প্রতিবাদী হয়ে উঠেছিলেন দু’জনেই ৷

তা ভোটের সময় হাওড়ার বুথে তৃণমূল সমর্থকের সঙ্গে রূপা ধস্তাধস্তি হোক, কিংবা ময়ূরেশ্বরে পোলিং এজেন্টকে দেখানো লকেটের ক্রোধ ! রীতিমতো অগ্নিকন্যা হয়ে উঠেছিলেন রূপা ও লকেট ৷ তবে ভোটের ফলাফলে, গোটা বাংলায় তৃণমূল ঝড়ে সেই আগুন গিয়েছে নিভে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ফলাফলের সময় একবারের জন্যও দেখা যায়নি এই দুই অভিনেত্রীকে ৷ নিন্দুকেরা বলছেন, বিধানসভায় রূপা-লকেট থাকলে, অধিবেশনে চিত্রে আসত চলচ্চিত্রের ছাপ ৷ তাবড় অভিনয় আর দেখা হয়ে উঠল না নতুন বিধানসভার !

বাংলা খবর/ খবর/কলকাতা/
এবার বিধানসভায় থাকছেন না দুই জাঁদরেল অভিনেত্রী !