TRENDING:

মারা যাওয়ার পরও সুলতান আহমেদকে সিবিআইয়ের নোটিস! ক্রুদ্ধ মমতা

Last Updated:

মারা যাওয়ার পরও সুলতান আহমেদকে সিবিআইয়ের নোটিস! ক্রুদ্ধ মমতা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তৃণমূল কংগ্রেস সাংসদ সুলতান আহমেদের আকস্মিক মৃত্যুতে কাঠগড়ায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ৷ সোমবার সোমবার নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তৃণমূল সাংসদ সুলতান আহমেদের ৷ ক্রুদ্ধ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মৃত্যুতেও সুলতান আহমেদের পিছু ছাড়েনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ এদিন সকালেও প্রয়াত তৃণমূল সাংসদের বাড়ি এসে পৌঁছায় সিবিআইয়ের নোটিস ৷
advertisement

নারদ স্টিং কাণ্ডে ম্যাথু স্যামুয়েলের থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে সদ্য প্রয়াত সুলতান আহমেদের বিরুদ্ধেও ৷ সেই নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বার বার তলব করা হচ্ছিল এই তৃণমূল সাংসদকে ৷ শাসক দলের তরফে বিভিন্ন নেতা মন্ত্রীদের অভিযোগ, নারদ স্টিং কাণ্ডের তদন্তের নামে অভিযুক্ত সুলতান আহমেদের উপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করার দুঃখজনক পরিণাম এই আকস্মিক মৃত্যু ৷

advertisement

এদিন সুলতান আহমেদের মৃত্যুতে নবান্নে প্রতিক্রিয়ায় তৃণমূল সু্প্রিমো বলেন, ‘আমরা মর্মাহত, বহুদিনের সাথি ছিলেন সুলতান ৷’ একইসঙ্গে সিবিআইয়ের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সুলতান আহমেদের মৃত্যু দুঃখজনক ৷ চাপ সহ্য করতে পারছিলেন না সুলতান ৷ আজ মারা যাওয়ার পরও সিবিআই চিঠি পাঠিয়েছে ৷’

তৃণমূল নেতা সুব্রত বক্সির অভিযোগ রাজনৈতিক ষড়যন্ত্রের ভয়ানক পরিণাম এটি ৷ সুলতান আহমেদের মৃত্যুতে সুব্রত বক্সির মন্তব্য, ‘নারদ মামলায় সিবিআইয়ের চাপে মানসিক ও শারীরিক ভাবে বিধ্বস্ত হয়েছিল সুলতানের গোটা পরিবার ৷ সেই চাপ সহ্য করতে না পেরেই মৃত্যু ৷’

advertisement

সুলতান আহমেদের মৃত্যুতে শোকপ্রকাশ বিরোধী দলনেতা মান্নানের ৷ ‘নারদ নিয়ে সিবিআই তদন্তে চাপে থাকতেও পারেন কিন্তু মৃত্যুর পরেও সিবিআই চিঠি পাঠাচ্ছে  ৷এই চিঠি পাঠানোর ঘটনা অমানবিক ৷’ মন্তব্য কংগ্রেস নেতা আবদুল মান্নানের ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

নারদ মামলার তদন্তের খাতিরে একাধিকবার সাংসদ সুলতান আহমেদকে ডেকে পাঠিয়েছে সিবিআই ও ইডি ৷ তাঁকে ম্যারাথন জেরা করে তদন্তকারী সংস্থাটি। নারদ ভিডিও-র সঙ্গে সুলতান আহমেদের গলার স্বর পরীক্ষার জন্য দূরদর্শনের থেকে শপথ গ্রহণের সিডিও সংগ্রহ করে সিবিআই ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মারা যাওয়ার পরও সুলতান আহমেদকে সিবিআইয়ের নোটিস! ক্রুদ্ধ মমতা