বিধানসভা ভোটে বিজেপি-র টিকিট পেতে FB-এ লাইক চাই ’5 হাজার !
সোশ্যাল মিডিয়ায় ফ্রেন্ডলি বা টেক স্যাভি না হলে বিজেপি-তে বিশেষ পাত্তা পাওয়ার আশা নেই ৷ এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ ৷ ২০১৭ সালে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপি-র টিকিট পেতে হলে ফেসবুক ও ট্যুইটারে ২৫ হাজার ফলোয়ার বা লাইক থাকতে হবে ৷ এর জেরে বেজায় বিপাকে পড়েছে উত্তরপ্রদেশের বিজেপি সদস্যরা ৷ কারণ লাইক তো অনেক দুরের কথা ৷ এদের বেশির ভাগের ফেসবুক বা ট্যুটারে কোনও অ্যাকাউন্টই নেই ৷
advertisement
OMG: ২ সন্তানকে থেঁতলে খুন করল মা
নৃশংস ভাবে দুই মেয়েকে পিটিয়ে খুন করল মা ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে ৷ বুধবার ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত রজনী চুটকে ৷ তবে রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ ৷
বুথ প্যাকেটে রোজগার বধূদের
বিধানসভা নির্বাচনে যাঁরা প্রতিনিধি হিসেবে বুথে থাকবেন তাঁদের ব্যবহারের জন্য বুথ প্যাকেট তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে শহরজুড়ে ৷ বুথ প্যাকেট বানানোর দায়িত্ব যাদের দেওয়া হয়েছে তারা পেশাদারের বদলে গৃহবধূদের দিয়ে করিয়ে নিচ্ছে প্যাকেট তৈরির কাজ ৷ এতে লাভ হচ্ছে দু’পক্ষের ৷ গৃহবধূরা বাড়ি বসেই রোজগার করার সুযোগ পাচ্ছে ৷ আর অন্যদিকে ব্যবসায়ীরা কম রেটে কাজ করিয়ে লােভের পরিমাণ বাড়াচ্ছেন ব্যাবসায়ীরা ৷
বিরোধীদের মরিয়া প্রচেষ্টা ব্যর্থ করে পাস আধার বিল
আটকানোর প্রাণপণ চেষ্টা করেছিল বিরোধীরা ৷ কিন্তু অবশেষে জিত হল মোদি সরকারেরই ৷ শেষপর্ষন্ত ‘অর্থ বিলের’ যুক্তি দেখিয়েই বুধবার লোকসভায় সংখ্যাধিকের জোরে সংসদে আধার বিল পাস করাতে সক্ষম হল কেন্দ্র ৷
পেট্রল ও ডিজেলের দাম বাড়ল
ফের দাম বাড়ল পেট্রল ও ডিজেল। লিটার পিছু পেট্রলের দাম বেড়েছে ৩ টাকা ৭ পয়সা। আবার অন্যদিকে ডিজেলের দাম প্রতি লিটারে ১ টাকা ৯০ পয়সা বেড়েছে। নতুন দাম কার্যকর হয়েছে বুধবার মধ্যরাত থেকে ।
কমিশনের কোপের ভয়ে দিনভর তটস্থ অফিসাররা
মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি জেলার পুলিশ সুপারদের রীতিমতো ভর্ৎসনা করেছিলেন। আর বুধবারই তাঁদের মাথার উপর প্রত্যেক জেলায় পুলিশ পর্যবেক্ষক বসিয়ে দিলেন। এদিন বিকালে ২১ জন পুলিশ পর্যবেক্ষককে রাজ্যে পাঠিয়ে দিলেন। যা রাজ্যে নজিরবিহীন ঘটনা। এর আগে কখনও এত সংখ্যক পুলিশ পর্যবেক্ষক রাজ্যে আসেননি। তবে দিনভর উৎকণ্ঠায় ছিলেন বিভিন্ন জেলার পুলিশ সুপাররা। কখনও নবান্নে এবং কখনও নির্বাচন কমিশনে বিভিন্ন সোর্স মারফত খবর নিতে থাকেন, দিল্লি থেকে কোনও বদলির নির্দেশিকা এসেছে কি না জানতে। সকলেই বদলির আশঙ্কায় রয়েছেন।
এনামুলকে ছাড়াতে থানায় তদবির সিপিএম কাউন্সিলারের
খাগড়াগড়-কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে রবীন্দ্রনগর থানার গুলজারবাগ থেকে ধৃত জামাত-উল-মুজাহিদিন (জুম) জঙ্গি এনামুল মোল্লাকে ছাড়াতে থানায় তদবির করেন স্থানীয় সিপিএম কাউন্সিলার হাসিনাবানু। গ্রেপ্তারের দিন রাতে ফোন করে এনামুলের মতো ‘নিরীহ’ ছেলেকে কেন ধরা হয়েছে, এই কৈফিয়ত চাওয়ার পাশাপাশি পরের দিন সকালে থানায় গিয়ে কোথায়, কেন তাকে নিয়ে যাওয়া হয়েছে, তাও জানতে চান কাউন্সিলার ও তাঁর দলবল।
ভোটের মুখে শহরে ম্যাটাডোরে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী, চাঞ্চল্য
ভোটের মুখে মানিকতলা থানার মুরারিপুকুরে ম্যাটাডোরের মধ্যে রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূলকর্মীর। ম্যাটাডোরে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি রিভলভার উদ্ধার হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার কথা পুলিশ জানতে পারে বুধবার সকাল ১১টা নাগাদ। গুলিবিদ্ধ ওই তৃণমূলকর্মীর নাম কানাইয়া সাউ (২০)। কলকাতা পুলিশ সূত্রে এই খবর জানা গিয়েছে।
নেত্রীর নির্দেশেও ধর্নায় নেই সুগত-দীনেশ
বুধবার সংসদ চত্বরে ধর্নায় বসেছিলেন তৃণমূল সদস্যরা । কিন্তু গরহাজির সুগত বসু ও দীনেশ ত্রিবেদী। তৃণমূল সূত্রের খবর, কারণ স্টিং কাণ্ডে নাম জড়ানো সুলতান আহমেদ, মুকুল রায় এবং সৌগত রায়ের সেখানে উপস্থিতি ছিল ৷
মহাযুদ্ধের আগে ইডেনের সমর্থন বোনাস পেলেন আফ্রিদিরা
ইডেনের গ্যালারিতে উড়ছে কয়েক টুকরো সবুজ কাপড়। একটা কোণ সাদা, মাঝে অর্ধচন্দ্র-তারা। ইডেনের গ্যালারিতে উড়ছে পাকিস্তানের জাতীয় পতাকা! শুধু ইডেন কেন, ভারতের যে কোনও মাঠে পাক সমর্থনের এহেন গর্জন প্রায় নজিরবিহীন। ওয়াঘা পেরিয়ে মোহালিতে আসেন শাহিদ আফ্রিদির দেশের মানুষ। কিন্তু এমন চিৎকার, এমন দৃপ্ত পতাকা প্রদর্শন, ‘দিল দিল পাকিস্তান’ টিম থিমের সঙ্গে এ ভাবে গলা মেলানো, জায়েন্ট স্ক্রিনে শাহিদ আফ্রিদির মুখ ভেসে ওঠায় এমন উল্লাস— এ সব শেষ কবে দেখেছে ভারতের কোনও মাঠ? আদৌ দেখেছে কি?
ভুয়ো পরিচয়ে তরুণীকে প্রতারণা, গ্রেফতার যুবক
তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে টাকা নিয়ে চম্পট যুবক ৷ অভিযুক্তের নামে থানায় অভিযোগ দায়ের করায় অভিযুক্তর খোঁজে নামে পুলিশ ৷ অভিযুক্ত যুবকের নাম অভীক ৷ অবশেষে বুধবার মগরাহাট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ৷ জানা গিয়েছে, হবিবুর রহমান ফকির নামে নিজেকে বিবাহ সম্পর্কিত ওয়েবসািটে নিজেকে নথিভুক্ত করে অভীক ৷
ধর্ষণে বাধা, দাদার হাতে খুন বোন!
সম্পর্কিত দাদা ধর্ষণ করতে চেয়েছিল তাকে। বাধা দিয়েছিল বছর ষোলোর স্কুল ছাত্রীটি। আর সেই রাগে ওই নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করল অনিল সিংহ নামে এক যুবক। পরে কিশোরীর দেহ সে বাড়ির পাশেই একটা রাস্তার ধারে ফেলে রাখে। গ্রেটার নয়ডার এক গ্রামে গত সোমবারের ঘটনা।
লোকসভায় পাস আধার বিল
স্টিংকাণ্ডের তদন্তে সংসদের এথিকস কমিটি
গোমাংস রান্নার অভিযোগে ৪ কাশ্মীরি ছাত্রকে বেধড়ক মার
খাগড়াগড়কাণ্ডে ধৃত জঙ্গিদের পুলিশি হেফাজত