TRENDING:

এখনও রাস্তায় পড়ে ভাঙা গাছ, ওপড়ানো ল্যাম্পপোস্ট, চলছে সাফাইয়ের কাজ

Last Updated:

এক রাতের বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় লন্ডভন্ড কলকাতা ৷ বুধবারের সন্ধেয় বৃষ্টির থেকেও বেশি ঝোড়ো হাওয়ায় নাকাল শহর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এক রাতের বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় লন্ডভন্ড কলকাতা ৷ বুধবারের সন্ধেয় বৃষ্টির থেকেও বেশি ঝোড়ো হাওয়ায় নাকাল শহর ৷ গোটা শহরে ভেঙে প্রায় ৪০টিরও বেশি গাছ ভেঙে পড়ে বন্ধ হয়ে যায় রাস্তা ৷ বৃষ্টি থামতেই পুরসভার উদ্যোগে ভাঙা গাছ সরানোর কাজ শুরু হলেও, বৃহস্পতিবার সকালে দেখা যায় উত্তর কলকাতার বেশ কিছু অঞ্চলে এখনও রাস্তার উপর গাছ পড়ে রয়েছে ৷
advertisement

সারা রাত কাজ করেও গোটা শহরে ভেঙে পড়া গাছ পরিষ্কার করা সম্ভব হয়নি পুরসভা কর্মীদের পক্ষে ৷ শিয়ালদহ, উল্টোডাঙা, বেলেঘাটায় এখনও ভাঙা গাছের ডালপালা, কাটা অংশ রাস্তা থেকে সরানোর কাজ চলছে ৷ একইসঙ্গে মল্লিকবাজার, ফুলবাগান, কাঁকুড়গাছি এলাকাতেও যুদ্ধকালীন তৎপরতায় গাছ চলানোর কাজ চলছে ৷

পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, গোটা শহর জুড়ে গতকাল এত গাছ ভেঙে পড়েছে যে তা এক রাতে সরানো সম্ভব নয় ৷ যানজট এড়ানোর জন্য পুরসভা কর্মীরা শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি যেমন এজেসি বোস রোড, সি আর অ্যাভিনিউ ক্রসিং, ভিআইপি, হেস্টিংস সরণী থেকে ভাঙা গাছপালা সরানোর কাজ আগে শুরু করেন ৷

advertisement

অফিসযাত্রীরা যাতে কোনওরকম অসুবিধায় না পড়েন তার জন্য শহরের বড় বড় রাস্তাগুলি সকালের মধ্যে পরিষ্কার করে দেওয়া হয়েছে ৷ শহরের বাকি রাস্তাগুলিও খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন পুরসভা কর্মীরা ৷

অন্যদিকে, বেশ কিছু জায়গায় গাছ পড়ে ভেঙে গিয়েছে রাস্তার সিগন্যাল, ল্যাম্পপোস্ট, বিদ্যুতের তার ৷ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে তড়িতবাহী হয়ে যায় রাস্তার পাশের রেলিং ৷ দুর্ঘটনা এড়াতে কাজ শুরু করেছে CESC এবং পুরসভা ৷ বেলেঘাটায় এখনও উপড়ে পড়ে আছে ল্যাম্পপোস্ট ৷ C R অ্যাভিনিউতে গাছ পড়ে সিগন্যাল বিকল ৷ C R অ্যাভিনিউয়ের মত  গুরুত্বপূর্ণ রাস্তায় সিগন্যাল ভাঙায় বেলা বাড়লে সমস্যা হতে পারে বলে আশঙ্কা রয়েছে ৷

advertisement

ভারী বৃষ্টির সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া ৷ তাতেই শহর জুড়ে সবুজের মড়ক ৷ গাছ ভেঙে শহরের বিভিন্ন অঞ্চলে মারা যান এক মহিলা সহ তিনজন ৷ বেলেঘাটার সরকার পাড়া এলাকায় গাছ চাপা পড়ে মারা যান এক ব্যক্তি ৷ মৃতের নাম অমর মুখোপাধ্যায় ৷ যাদবপুর অঞ্চলে গাছ ভেঙে মাথায় পড়ে মধুমিতা হেমব্রম নামে এক মহিলা ও এক পথচারীর মৃত্যু হয় ৷ এছাড়া গাছ ভেঙে আহত হয়েছেন আরও ৬ জন পথচারী ৷ এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়দেব মেলার আগে প্রশাসনের বিরাট চমক! চালু হল 'প্রয়াস', ঝামেলা ছাড়াই হবে স্টল বুকিং
আরও দেখুন

এরই মধ্যে অল্পের জন্য বুধবার প্রাণে বেঁচেছেন মেয়র শোভন চট্টোপাধ্যায় ৷ অফিস থেকে বাড়ি ফেরার সময় গাড়ির মাথায় গাছ পড়ার বিপদ থেকে একটুর জন্য বাঁচলেন মেয়র ৷ তাঁর গাড়ির দশ ফিট আগেই ভেঙে পড়ে একটি বড় গাছ ৷ তিনি নিজে জানিয়েছেন, সঠিক সময়ে ব্রেক মেরে গাড়িটি না দাঁড়ালে তার গাড়ির মাথায় পড়ত গাছটি ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
এখনও রাস্তায় পড়ে ভাঙা গাছ, ওপড়ানো ল্যাম্পপোস্ট, চলছে সাফাইয়ের কাজ