TRENDING:

অশান্ত বামেদের লালবাজার অভিযান, দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ

Last Updated:

বামেদের লালবাজার অভিযান ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি ধর্মতলা অঞ্চলে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে লালবাজারমুখী তিনটি মিছিলে পুলিসের সঙ্গে ধ্স্তাধস্তি শুরু হয়ে গেছে বাম সমর্থকদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  বামেদের লালবাজার অভিযান ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি ধর্মতলা অঞ্চলে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে লালবাজারমুখী তিনটি মিছিলে পুলিশের সঙ্গে ধ্স্তাধস্তি শুরু হয়ে গিয়েছে বাম সমর্থকদের। বেন্টিঙ্ক স্ট্রিটে মিছিল আটকে দেয় পুলিশ। ধর্মতলায় প্রাথমিক ব্যারিকেডও ভেঙে পড়ে। পাঁচ স্তরীয় নিরাপত্তা ব্যবস্থার তৃতীয় স্তর ভাঙার পরেই রণক্ষেত্রের চেহারা নেয় বেন্টিঙ্ক স্ট্রিট সহ গোটা ডালহৌসি চত্ত্বর।পুলিশকে লক্ষ্য করে পচা ডিম, ইঁট ছোড়ার অভিযোগ উঠেছে বাম কর্মীদের মধ্যে। পাল্টা ব্যাপক লাঠি চার্জ করে পুলিশ। এই ধ্স্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েছেন বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন
বাংলা খবর/ খবর/কলকাতা/
অশান্ত বামেদের লালবাজার অভিযান, দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ