TRENDING:

নিম্নচাপের জেরে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা

Last Updated:

সোমবার সকাল থেকেই মহানগরের আকাশের মুখ ভার ৷ আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই বিদায় নিচ্ছে না বৃষ্টি ৷ এদিনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সোমবার সকাল থেকেই মহানগরের আকাশের মুখ ভার ৷ আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই বিদায় নিচ্ছে না বৃষ্টি ৷ এদিনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’-এর জেরে গত কয়েকদিন ধরেই মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ৷ কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব মিলিয়ে যাওয়ার পরই পঞ্জাব থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে ৷ এর জেরেই উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ৷

বৃষ্টি হতে পারে কলকাতা, বর্ধমান,বীরভূম,নদিয়া এবং দুই ২৪ পরগণায় ৷ এছাড়া কোচবিহার,দার্জিলিং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সোমবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা ৷ এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রির আশপাশে ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
নিম্নচাপের জেরে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা