ঘূর্ণিঝড় ‘রোয়ানু’-এর জেরে গত কয়েকদিন ধরেই মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ৷ কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব মিলিয়ে যাওয়ার পরই পঞ্জাব থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে ৷ এর জেরেই উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ৷
বৃষ্টি হতে পারে কলকাতা, বর্ধমান,বীরভূম,নদিয়া এবং দুই ২৪ পরগণায় ৷ এছাড়া কোচবিহার,দার্জিলিং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
সোমবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা ৷ এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রির আশপাশে ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2016 8:39 AM IST