১) খাগড়াগড়ের পর ছক বদল, ব্যবহার স্থানীয় দুষ্কৃতীদের,সীমান্তের জেলায় বিস্ফোরক মজুত করেছে জামাত জঙ্গিরা
খাগড়াগড়কাণ্ড থেকে শিক্ষা নিয়ে এবার ছক পালটে নতুন রাস্তা ধরেছে বাংলাদেশি জঙ্গিরা। আর সরাসরি বিস্ফোরক তৈরি নয়, স্থানীয় দুষ্কৃতীদের কাজে লাগিয়ে সীমান্তবর্তী জেলায় বিস্ফোরক তৈরির কাঁচামালের মজুত-ভাণ্ডার গড়ে তুলছে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিন (জুম)। যাতে ওই কাঁচামাল খুব সহজেই সীমান্ত টপকে বাংলাদেশে নিয়ে গিয়ে বিস্ফোরক তৈরি করা যায়। অথচ জামাতের মূল মাথারা পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি বা এনআইএ-র কাছে খবর রয়েছে, মূলত ইমপ্রোভাইজড ডিভাইস (আইইডি) তৈরির উপকরণ ও আগ্নেয়াস্ত্র মজুত রাখা হচ্ছে ওইসব মজুতঘরে। প্রয়োজনমতো এই সমস্ত সামগ্রী জঙ্গি কার্যকলাপের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিদের মাধ্যমে পৌঁছে যাচ্ছে বাংলাদেশে। সেখানেই তৈরি হচ্ছে বিস্ফোরক।
advertisement
২) ফ্লোরিডায় নাইটক্লাবে বন্দুকবাজের গুলি, হত অন্তত ৫০
ফের রক্তে ভাসল ফ্লোরিডা। এবারও এক বন্দুকবাজের রাতভর গুলি চলল একটি নাইটক্লাবে। প্রাণ গেল কমপক্ষে ৫০ জনের। শুক্রবারই শহরের এক অনুষ্ঠানে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয় গায়িকা ক্রিস্টিনার। সেই হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফ্লোরিডার নাইট ক্লাবে শনিবার রাতে হাড়হিম করা হত্যাকাণ্ড চালাল এক বন্দুকবাজ। তার বেপরোয়া গুলিতে মারা গিয়েছেন কমপক্ষে ৫০ জন। পরে পুলিশের পালটা গুলিতে মৃত্যু হয়েছে বন্দুকবাজেরও। জখমের সংখ্যাও ৫০ ছাড়িয়েছে।
৩)বান্ধবীর সঙ্গে গল্প করায় স্থানীয় ক্লাবের ছেলেদের হেনস্তায় অপমানে আত্মঘাতী উচ্চ মাধ্যমিক ছাত্র
ফাঁকা বাড়িতে সহপাঠিনীর সঙ্গে গল্প করার জেরে পাড়ার ক্লাবের ছেলেরা বান্ধবীর সামনে অপমান-অপদস্থ করায় আত্মহত্যা করল এক উচ্চ মাধ্যমিক পড়ুয়া। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চাকদহ থানার হিংনাড়া পঞ্চায়েতের মহেশচন্দ্রপুর এলাকায়। মৃতের নাম রাজেন্দ্রকুমার রায় (১৮)। সে হিংনাড়া হাইস্কুলের উচ্চ মাধ্যমিকের ছাত্র। এই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে আটজনের বিরুদ্ধে চাকদহ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
৪)নাবালিকাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা প্রেমিকসহ ৫ কিশোরের
অশোকনগরের মানিকতলা এলাকায় বাড়িতে ঢুকে মুখ চেপে ধরে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর গায়ে আগুন লাগাল একদল কিশোর। অগ্নিদগ্ধ অবস্থায় ওই ছাত্রীকে কলকাতার আর জি কর হাসপাতালে ভরতি করা হয়েছে। খুনের চেষ্টার অভিযোগে দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে পুলিশ গ্রেপ্তারও করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আবির মজুমদার। বয়স ১৮ বছর। সে অশোকনগরের কল্যাণগড় বিদ্যামন্দিরের ছাত্র। আবিরই মূল অভিযুক্ত বলে ওই ছাত্রী পুলিশের কাছে দাবি করেছে।
১) ফ্লোরিডায় নিহত ৫০, সমকামী নাইট ক্লাবে আইএসের সন্ত্রাস
ব্যান্ডের উদ্দাম বাজনা চাপা পড়ে গেল একটানা গুলির শব্দে। তার পর শুধুই রক্ত-কান্না-চিৎকার..
শনিবার রাতে মার্কিন মুলুকের ফ্লোরিডার অরল্যান্ডোতে ‘পালস’ নামে সমকামীদের একটি নাইট ক্লাবে এক রাতের জঙ্গি হামলায় নিহত ৫০। আহত পঞ্চাশেরও বেশি। ২০০১-এর ৯/১১-র পরে এত বড় হত্যালীলা দেখেনি আমেরিকা। প্রেসিডেন্ট বারাক ওবামা এই ঘটনাকে ‘সন্ত্রাস এবং ঘৃণার প্রকাশ’ বলে মন্তব্য করেছেন। ফ্লোরিডার গভর্নর রিক স্কট ঘটনার কয়েক ঘণ্টা পরেই জানিয়ে দেন, এটা সন্ত্রাসবাদী হামলা। এর পরে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বা তাঁর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন— সকলেই একে একে জঙ্গি হামলার কড়া নিন্দা করে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে জঙ্গিদের কড়া হুঁশিয়ারিও দিয়েছেন সকলেই।
২)ভয়াবহ হত্যালীলার পর ফ্লোরিডার ছবি
রক্তাক্ত হল আমেরিকা। রাতের আঁধারে ফ্লোরিডার অরল্যান্ডোর নাইটক্লাবে বন্দুকবাজের হামলায় চিরতরে মুছে গেল তাজা প্রাণ। সমকামীদের মধ্যে জনপ্রিয় এই ক্লাবে তখন উচ্ছ্বাসে মশগুল জমায়েত। কিন্তু এড়ানো গেল না বিপদ। গ্যালারির পাতায় উঠে এল সেই হত্যালীলা-পরবর্তী কয়েকটি মুহূর্ত।
৩) স্টেটসম্যান হাউসে আগুন, দমকলের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
আগুনের শিখা নয়, ধোঁয়া থেকেই আতঙ্ক ছড়াল সংবাদপত্র স্টেটসম্যানের অফিসে। দমকল সূত্রের খবর, শনিবার রাত সাড়ে ন’টা নাগাদ স্টেটসম্যান হাউসের চারতলার কম্পিউটার সার্ভার রুমের এসিতে আগুন লেগেছিল। তার থেকে কালো ধোঁয়ায় ভরে যায় গোটা অফিস। দমবন্ধকর পরিস্থিতি মধ্যে ভিতরে থাকা কর্মীরা বেরিয়ে আসেন। তবে দু’জন আটকে থাকলেও পরে তাঁদের উদ্ধার করেন দমকল কর্মীরা। প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। কোনও হতাহতের খবর নেই।
৪) পথশিশুদের খাবার দিতে না চেয়ে বিতর্কে রেস্তোরাঁ
পথশিশুদের নিয়ে রেস্তোরাঁয় ঢুকেছিলেন এক লেখিকা। স্বামীর জন্মদিনটা সেলিব্রেট করতে চেয়েছিলেন এ ভাবেই। কিন্তু দিল্লির কনট প্লেসের রেস্তোরাঁটি ওই বাচ্চাদের খাবার পরিবেশন করতে আপত্তি করে বলে অভিযোগ। যা জানার পরে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া জানিয়েছেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে রেস্তোরাঁর লাইসেন্স বাতিল করা হবে। দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার শর্তে সস্তায় জমি পেয়েছিল দিল্লির বেশ কিছু হাসপাতাল। কিন্তু কার্যক্ষেত্রে ওই পাঁচটি নামী হাসপাতালের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে, তারা দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে না। তাই তারা অন্যায্য পথে যে অর্থ রোজগার করেছে, সেই সাতশো কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। রাজধানীতে দু’টি ঘটনা নিয়েই সমালোচনা শুরু হয়েছে সর্ব স্তরে। রেস্তোরাঁর ঘটনাটি শুনে মণীশ সিসৌদিয়া টুইট করে বলেছেন, ‘‘এটা তো ঔপনিবেশিক মানসিকতা। সহ্য করা যায় না। দিল্লির জেলাশাসককে বলেছি সবটা জেনে ২৪ ঘণ্টার মধ্যে জানাতে।’’