TRENDING:

কলকাতায় আনুষ্ঠানিক ভোটপ্রচার তৃণমূলনেত্রীর

Last Updated:

শনিবার কলকাতায় আনুষ্ঠানিক ভাবে ভোটপ্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন মূলত ফিরহাদ হাকিমের কেন্দ্র বন্দর এলাকাতেই প্রচার করেন তৃণমূল নেত্রী। পাশাপাশি ছুঁয়ে যান নিজের কেন্দ্র ভাবনীপুরের কয়েকটি ওয়ার্ডও। বিকাল সাড়ে চারটে নাগাদ মোমিনপুর মোড় থেকে শুরু হয় মিছিল। সেখান থেকে একবালপুর, খিদিরপুর হয়ে, মিছিল শেষ হয় বন্দর এলাকার ১৬ আনা মসজিদের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলকে কেন্দ্র করে আটোঁসাটোঁ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল দেশজুড়ে। শহরের যানজট রুখতে, মিছিল চলে রাস্তার একদিক ধরে। রবিবার বিকেলেও ঠাকুরপুকুর এবং বেহালায় পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন খিদিরপুরে মিছিল শেষে তৃণমূল সুপ্রিমো জানান, ‘আমার শুধু মিছিল করারই কথা ছিল ৷ তাই মঞ্চে কোনও বক্তব্য রাখব না ৷ মিছিলে আসায় ধন্যবাদ সবাইকে ৷’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শনিবার কলকাতায় আনুষ্ঠানিক ভাবে ভোটপ্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন মূলত ফিরহাদ হাকিমের কেন্দ্র বন্দর এলাকাতেই প্রচার করেন তৃণমূল নেত্রী। পাশাপাশি ছুঁয়ে যান নিজের কেন্দ্র ভাবনীপুরের কয়েকটি ওয়ার্ডও। বিকাল সাড়ে চারটে নাগাদ মোমিনপুর মোড় থেকে শুরু হয় মিছিল। সেখান থেকে একবালপুর, খিদিরপুর হয়ে, মিছিল শেষ হয় বন্দর এলাকার ১৬ আনা মসজিদের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলকে কেন্দ্র করে আটোঁসাটোঁ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল দেশজুড়ে। শহরের যানজট রুখতে, মিছিল চলে রাস্তার একদিক ধরে। রবিবার বিকেলেও ঠাকুরপুকুর এবং বেহালায় পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন খিদিরপুরে মিছিল শেষে তৃণমূল সুপ্রিমো জানান, ‘আমার শুধু মিছিল করারই কথা ছিল ৷ তাই মঞ্চে কোনও বক্তব্য রাখব না ৷ মিছিলে আসায় ধন্যবাদ সবাইকে ৷’
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতায় আনুষ্ঠানিক ভোটপ্রচার তৃণমূলনেত্রীর