TRENDING:

প্লাস্টিক ফেলে নোংরা করলেই এবার FIR!

Last Updated:

প্লাস্টিক ফেলে নোংরা করলেই এবার FIR!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শহরের জল যন্ত্রণায় মুক্তিতে কড়া পুরসভা ৷ প্লাস্টিক-আবর্জনা, পলিথিন ব্যাগ ফেললে এবার হতে পারে কড়া শাস্তি ৷ শুধু জরিমানা নয়, এবার প্লাস্টিক ব্যাগ ফেললে দায়ের হতে পারে ফৌজদারি মামলা ৷
advertisement

বর্ষাকাল আসতে না আসতেই কলকাতার জলমগ্ন রূপ রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে ৷ পুরসভার শত প্রচেষ্টা সত্ত্বে জমা জল না নামার পিছনে ভিলেন এই প্লাস্টিক বর্জ্য, এমনটাই মত কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ৷ নাজেহাল পুরসভা প্লাস্টিক ব্যবহার বন্ধে এবার কড়া বার্তা দিয়েছে ৷

কলকাতার মহানাগরিক শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে আরও কড়া নিয়ম জারি করবে পুরসভা ৷ যত্রতত্র প্লাস্টিক ছড়িয়ে নোংরা করলে এবার দায়ের হবে মামলা ৷ মেয়র এদিন বলেন, ‘রাতে অনেকে আবর্জনা ফেলছেন রাস্তায় ৷ আবর্জনায় বন্ধ হচ্ছে ম্যানহোল ৷ সচেতন না হলে আইনি ব্যবস্থা নেবে পুরসভা ৷ প্রয়োজনে জরিমানা ও FIR দুই-ই করা হবে ৷’

advertisement

এদিকে মঙ্গলবার সকাল থেকেই একটানা তুমুল বৃষ্টিপাতে কলকাতার বেশিরভাগ রাস্তাই জলমগ্ন ৷ তার ওপরে তীব্র যানজট, গোটা কলকাতাকে থমকে দিয়েছে ৷ তীব্র যানজটের কারণেই বন্ধ করা হল মা ফ্লাইওভারের একদিক ৷ বন্ধ করা হল সায়েন্স সিটি-পার্ক সার্কাসগামী লেন ৷

বৃষ্টিপাতের ফলে যনজট এজেসি বসু রোড, থিয়েটার রোডে ৷ যানজট জওহরলাল নেহরু রোডে ৷ পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিটেও তীব্র যানজট ৷ যানজট আশুতোষ মুখার্জি রোডে, পার্ক সার্কাস ও শিয়ালদহ চত্বরে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ক্যাথিড্রাল রোডেও ব্যাপক যানজট ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
প্লাস্টিক ফেলে নোংরা করলেই এবার FIR!