TRENDING:

শক্ত গ্রুপে থেকেও হকিতে পদক জয়ের আশায় ভারত

Last Updated:

কী আছে ভাগ্যে জানা নেই। তবে ফের একবার চক দে’র আশায় ১২৭ কোটির ভারত। বাজি শ্রীজেশ অ্যান্ড কোম্পানি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  ৩৬ বছর আগের মস্কো অলিম্পিক। ব্যস তারপর আর কিছুই নেই। শুধু যাওয়া আর আসা। ঝুলিতে শুধুই ব্যর্থতার কাহিনি। সেই কাহিনি এবার শেষ করতে চান শ্রীজেশ। ফের চক দে-র আশায় গোটা ভারত। তাকিয়ে শ্রীজেশ অ্যান্ড কোম্পানির হকি দলের দিকে ।
advertisement

লাল হয়ে যাওয়া এই ছবিটাই, অলিম্পিকে ভারতীয় হকির শেষ সোনালি মুর্হূত। তিন দশক পেরিয়ে এ দেশের হকির সম্বল বলতে মস্কোর অলিম্পিকে স্পেনের বিরুদ্ধে জয়। গত ছত্রিশ বছরে যতবার অলিম্পিক এসেছে, ততবারই বহুল ভাবে ব্যবহৃত হয়েছে ভাস্করণদের এই ম্যাচের ফুটেজ। আর স্বপ্ন দেখা ফের সোনা জিতবে ভারতীয় হকি। গত তিন দশকে অলিম্পিক এসেছে আবার গিয়েছে। কিন্তু অপরিবর্তিত রয়ে গিয়েছে ভারতীয় হকির পারফরম্যান্স। বেঙ্গালুরু থেকে রিও যাওয়ার আগে কোচ রেনল্ট ওল্টম্যানস কথা দিয়েছেন এবার পালা বদলাবে।

advertisement

১৯২৮ থেকে ২০১২ । অলিম্পিক হকি থেকে ভারতের প্রাপ্তি আটটি সোনা, একটি রুপো আর দু’টি ব্রোঞ্জ। অ্যামস্টারডামে প্রথম অলিম্পিক হকিতে সোনা জিতেছিল ভারত। শেষবার মস্কোতে ১৯৮০ সালে। আর গত বছর সর্দার সিং-য়ের ঠাঁই হয়েছিল ১২ নম্বর হয়ে। এবার ব্রাজিলে আরও শক্ত গ্রুপে শ্রীজেশরা। প্রতিপক্ষ আর্জেন্টিনা, কানাডা, জার্মানি, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কী আছে ভাগ্যে জানা নেই। তবে ফের একবার চক দে’র আশায় ১২৭ কোটির  ভারত। বাজি শ্রীজেশ অ্যান্ড কোম্পানি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
শক্ত গ্রুপে থেকেও হকিতে পদক জয়ের আশায় ভারত