লাল হয়ে যাওয়া এই ছবিটাই, অলিম্পিকে ভারতীয় হকির শেষ সোনালি মুর্হূত। তিন দশক পেরিয়ে এ দেশের হকির সম্বল বলতে মস্কোর অলিম্পিকে স্পেনের বিরুদ্ধে জয়। গত ছত্রিশ বছরে যতবার অলিম্পিক এসেছে, ততবারই বহুল ভাবে ব্যবহৃত হয়েছে ভাস্করণদের এই ম্যাচের ফুটেজ। আর স্বপ্ন দেখা ফের সোনা জিতবে ভারতীয় হকি। গত তিন দশকে অলিম্পিক এসেছে আবার গিয়েছে। কিন্তু অপরিবর্তিত রয়ে গিয়েছে ভারতীয় হকির পারফরম্যান্স। বেঙ্গালুরু থেকে রিও যাওয়ার আগে কোচ রেনল্ট ওল্টম্যানস কথা দিয়েছেন এবার পালা বদলাবে।
advertisement
১৯২৮ থেকে ২০১২ । অলিম্পিক হকি থেকে ভারতের প্রাপ্তি আটটি সোনা, একটি রুপো আর দু’টি ব্রোঞ্জ। অ্যামস্টারডামে প্রথম অলিম্পিক হকিতে সোনা জিতেছিল ভারত। শেষবার মস্কোতে ১৯৮০ সালে। আর গত বছর সর্দার সিং-য়ের ঠাঁই হয়েছিল ১২ নম্বর হয়ে। এবার ব্রাজিলে আরও শক্ত গ্রুপে শ্রীজেশরা। প্রতিপক্ষ আর্জেন্টিনা, কানাডা, জার্মানি, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস।
কী আছে ভাগ্যে জানা নেই। তবে ফের একবার চক দে’র আশায় ১২৭ কোটির ভারত। বাজি শ্রীজেশ অ্যান্ড কোম্পানি।