TRENDING:

উড়ালপুল বিপর্যয়ে রিপোর্ট তলব হাইকোর্টের

Last Updated:

পোস্তা উড়ালপুল বিপর্যয়ে রিপোর্ট তলব করল হাইকোর্ট ৷ তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ উড়ালপুল দুর্ঘটনার যাবতীয় তথ্য উল্লেখ করে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট ৷ রিপোর্টে ঘটনার খুঁটিনাটি বিবরণ বিস্তারিতভাবে উল্লেখ করার নির্দেশ দিয়েছে আদালত ৷ একইসঙ্গে এই ঘটনায় এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে সরকার তাও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পোস্তা উড়ালপুল বিপর্যয়ে রিপোর্ট তলব করল হাইকোর্ট ৷ তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ ফ্লাইওভার দুর্ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য রিপোর্টে জানানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।  রিপোর্টে ঘটনার খুঁটিনাটি বিবরণ বিস্তারিতভাবে উল্লেখ করার নির্দেশ দিয়েছে আদালত ৷ একইসঙ্গে এই ঘটনায় এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে সরকার তাও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ রিপোর্ট হলফনামার আকারে দিতে হবে রাজ্যকে।
advertisement

গত ৩১ মার্চ দুপুরে পোস্তা এলাকায় ভেঙে পড়ে নির্মীয়মান বিবেকানন্দ উড়ালপুল ৷ ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয় ২৭ জনের ৷ আহতের সংখ্যা ৮৯ ৷ উড়ালপুল দুর্ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে চারটি জনস্বার্থ মামলা দায়ের হয় ৷ ঘটনার সঠিক তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন  আবু তালেবের আইনজীবী গৌতম দে ৷ কলকাতা হাইকোর্টের নজরদারিতে, IIT খড়গপুরকে দিয়ে এই সেতু বিপর্যয় ঘটনার তদন্তের দাবি করেছেন আইনজীবী ৷ হাইকোর্টে করা আবেদনে উড়ালপুল নির্মাণ সামগ্রী ISI স্বীকৃত কিনা তা খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে ৷ KMD-র নকশা অনুমোদন নিয়েও তদন্তের আবেদন জানানো হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাজ নেই-র দিন শেষ,ছাদের তলায় বসেই কয়েক হাজার টাকা রোজগার ঘরের বউদের,সংসার চলছে রমরমিয়ে
আরও দেখুন

এছাড়াও অনিরুদ্ধ সরকার,  রমাপ্রসাদ সরকার এবং এনজিও আউষমান ফাউন্ডেশনও হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে । এদিন একসঙ্গে চারটি মামলার শুনানি হয় আদালতে। রাজ্যের তরফেই দুর্ঘটনার রিপোর্ট দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন সরকারি কৌঁসুলি অভ্রতোষ মজুমদার। এপরই রাজ্যকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয় আদালত।

বাংলা খবর/ খবর/কলকাতা/
উড়ালপুল বিপর্যয়ে রিপোর্ট তলব হাইকোর্টের