স্টেম সেল বা অঙ্কুর কোষ। এই কোষ সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে অনেক দূরারোগ্য ব্যাধির নিরাময় সম্ভব। বিশেষত জন্মগত বা জিনঘটিত রোগের ক্ষেত্রে স্টেম সেল চিকিৎসা বিশেষ কার্যকরী।
দেশের প্রথম স্টেম সেল সংরক্ষণ কেন্দ্রের যাত্রা শুরু হল কলকাতায়। স্কুল অব ট্রপিকাল মেিডসিনের কর্ড ব্লাড ব্যাঙ্কে এই সংরক্ষণের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। বছর দুয়েক আগে নেওয়া পরিকল্পনা বাস্তবায়িত হল শুক্রবার।
advertisement
কীভাবে সংরক্ষণ করা হয় স্টেম সেল, দেখে নিন এক নজরে
তরল নাইট্রোজেনের ভিতর স্টেম সেল রাখা হয়
কমপক্ষে হিমাঙ্কের ১৬০ ডিগ্রি নিচে থাকে তাপমাত্রা
চিকিৎসার প্রয়োজনে ব্যবহার করা যাবে এই স্টেম সেল
শিশুর জন্মের পর অভিভাবক আবেদন করলে স্টেম সেল সংগ্রহ করা হবে, নচেৎ নয়। তবে এর সংরক্ষণের খরচও বিপুল। এ জন্য কত টাকা নেওয়া হবে, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি স্বাস্থ্য দফতর। ভবিষ্যতে অন্যান্য হাসপাতালেও সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।