TRENDING:

বইমেলার সমাপ্তি, আসছে বছর ২৫ জানুয়ারি

Last Updated:

বই ভার স্টল ৷ উপচে পড়া ভিড় ৷ ঝকঝকে আলো ৷ অল্প-স্বল্প ধুলো ৷ জমজমাট মিল মেলা প্রাঙ্গনে এই ছবির সমাপ্তি ৷ রবিবার শেষ দিনেও মানুষের ভিড় টপকে সমাপ্তির সুর ৷ ঠিক যেন দশমীর ঘণ্টা ৷ তবে কলোরবে আসছে বছরে আবার হওয়ার প্রতিশ্রুতি ৷ শেষ হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বই ভরা স্টল ৷ উপচে পড়া ভিড় ৷ ঝকঝকে আলো ৷ অল্প-স্বল্প ধুলো ৷ জমজমাট মিল মেলা প্রাঙ্গনে এই ছবির সমাপ্তি ৷ রবিবার শেষ দিনেও মানুষের ভিড় টপকে সমাপ্তির সুর ৷ ঠিক যেন দশমীর ঘণ্টা ৷ তবে কলোরবে আসছে বছরে আবার হওয়ার প্রতিশ্রুতি ৷ শেষ হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা ৷
advertisement

এবারের অতিথি দেশ ছিল বলিভিয়া ৷ তবে মেলার চমকে ছিল চল্লিশ বছরের বইমেলার স্মৃতি উসকে নস্ট্যালজিক করিডর ৷ উঠে এসেছিল গ্রামবাংলার গান ৷ মুক্তমঞ্চে নানান আলোচনা ৷ অংশ নিয়েছিলেন দেশ-বিদেশের জনপ্রিয় ব্যক্তিরা ৷ বই প্রেমীদের ভিড় ? রেকর্ড গড়ল ৷ অন্যবারে তুলনায় অনেকটাই বেশি ৷ বিপণনও হল জমিয়ে ৷ ফুড পার্কের গন্ধে, সেলফি তোলার মতত্তায় জমজমাট বইমেলার আজ শেষদিন ৷ তাতে কি ? ওই যে বললাম, আসছে বছর আবার হবে ৷ তারিখ ? পরের বছরে বইমেলা শুরু হবে ২৫ জানুয়ারি, চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন
বাংলা খবর/ খবর/কলকাতা/
বইমেলার সমাপ্তি, আসছে বছর ২৫ জানুয়ারি