TRENDING:

নির্বাচন শুরুর আড়াই ঘণ্টার মধ্যে কমিশনে জমা পড়ল ২৩০টি অভিযোগ

Last Updated:

নির্বাচনী নির্ঘণ্ট মেনে সোমবার পশ্চিমবঙ্গে শুরু হল ২০১৬ বিধানসভা ভোটের দ্বিতীয় দফার ভোটযুদ্ধ ৷ ভোট গ্রহণ শুরু হওয়ার আড়াই ঘণ্টা পেরোতে না পেরোতেই নির্বাচন কমিশনের কাছে সাতটি জেলা থেকে ২৩০টি অভিযোগ জমা পড়ল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নির্বাচনী নির্ঘণ্ট মেনে সোমবার পশ্চিমবঙ্গে শুরু হল ২০১৬ বিধানসভা ভোটের দ্বিতীয় দফার ভোটযুদ্ধ ৷ ভোট গ্রহণ শুরু হওয়ার আড়াই ঘণ্টা পেরোতে না পেরোতেই নির্বাচন কমিশনের কাছে সাতটি জেলা থেকে ২৩০টি অভিযোগ জমা পড়ল ৷
advertisement

প্রথম দফায় দুই পর্বে ঝুড়ি ঝুড়ি অভিযোগ জমা পড়ার কথা মাথায় রেখে দ্বিতীয় দফায় আরও কড়া নির্বাচন কমিশন ৷ নির্বাচন কমিশনের নজরদারিতে রবিবার শুরু হল দ্বিতীয় দফার ভোট গ্রহণ ৷ রবিবার ১৭ এপ্রিল সাতটি জেলার ৫৬টি বিধানসভা কেন্দ্রে ১৩,৬৮১ বুথে চলছে ভোট গ্রহণ ৷ ৩৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে রবিবার ৷ এই দফায় লড়াইয়ে সামিল একাধিক হেভিওয়েট প্রার্থী ৷ হরকা বাহাদুর থেকে দুধকুমার মণ্ডল, ভাইচুং ভুটিয়া থেকে আবু নাসের খান, গৌতম দেব থেকে অশোক ভট্টাচার্য ৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে চোখ টানবে প্রবীণ থেকে নবীন রাজনীতিবিদরা ৷ এদিন আলিপুরদুয়ার ৫টি কেন্দ্রে,জলপাইগুড়ি ৭টি, দার্জিলিঙের ৬টি, উত্তর দিনাজপুরের ৯টি আসন, দক্ষিণ দিনাজপুরের ৬টি আসন, মালদহের ১২টি ও বীরভূমের ১১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে ৷

advertisement

নির্বাচন কমিশন সূত্রে খবর, ২৩০ টির মধ্যে এখনও পর্যন্ত দুটি অভিযোগই গুরুত্বপূর্ণ ছিল ৷ ইলামবাজারে তৃণমূলের সঙ্গে বিজেপি-সিপিএমের সংঘর্ষ ও আরেকটি হল ইংরেজবাজার ১৬৩ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ৷ ইতিমধ্যেই এই দুই অভিযোগের সমাধান করেছে নির্বাচন কমিশন ৷ সংঘর্ষের ঘটনা গ্রেফতার হয়েছে তিনজন ৷ অন্যদিকে, ইংরেজবাজার ১৬৩ নম্বর বুথ থেকে ছাপ্পা ভোটের অভিযোগ পাওয়ার পর সরানো হয়েছে প্রিসাইডিং অফিসারকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আজ বীরভূম ও উত্তরবঙ্গের ছ'টি জেলায় চলছে নির্বাচন ৷ দ্বিতীয় দফার ভোটের নিরাপত্তা সুনিশ্চিত করতে ৬৯৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন রাজ্য পুলিশকর্মীরাও।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
নির্বাচন শুরুর আড়াই ঘণ্টার মধ্যে কমিশনে জমা পড়ল ২৩০টি অভিযোগ