TRENDING:

নির্বাচন শুরুর আড়াই ঘণ্টার মধ্যে কমিশনে জমা পড়ল ২৩০টি অভিযোগ

Last Updated:

নির্বাচনী নির্ঘণ্ট মেনে সোমবার পশ্চিমবঙ্গে শুরু হল ২০১৬ বিধানসভা ভোটের দ্বিতীয় দফার ভোটযুদ্ধ ৷ ভোট গ্রহণ শুরু হওয়ার আড়াই ঘণ্টা পেরোতে না পেরোতেই নির্বাচন কমিশনের কাছে সাতটি জেলা থেকে ২৩০টি অভিযোগ জমা পড়ল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নির্বাচনী নির্ঘণ্ট মেনে সোমবার পশ্চিমবঙ্গে শুরু হল ২০১৬ বিধানসভা ভোটের দ্বিতীয় দফার ভোটযুদ্ধ ৷ ভোট গ্রহণ শুরু হওয়ার আড়াই ঘণ্টা পেরোতে না পেরোতেই নির্বাচন কমিশনের কাছে সাতটি জেলা থেকে ২৩০টি অভিযোগ জমা পড়ল ৷
advertisement

প্রথম দফায় দুই পর্বে ঝুড়ি ঝুড়ি অভিযোগ জমা পড়ার কথা মাথায় রেখে দ্বিতীয় দফায় আরও কড়া নির্বাচন কমিশন ৷ নির্বাচন কমিশনের নজরদারিতে রবিবার শুরু হল দ্বিতীয় দফার ভোট গ্রহণ ৷ রবিবার ১৭ এপ্রিল সাতটি জেলার ৫৬টি বিধানসভা কেন্দ্রে ১৩,৬৮১ বুথে চলছে ভোট গ্রহণ ৷ ৩৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে রবিবার ৷ এই দফায় লড়াইয়ে সামিল একাধিক হেভিওয়েট প্রার্থী ৷ হরকা বাহাদুর থেকে দুধকুমার মণ্ডল, ভাইচুং ভুটিয়া থেকে আবু নাসের খান, গৌতম দেব থেকে অশোক ভট্টাচার্য ৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে চোখ টানবে প্রবীণ থেকে নবীন রাজনীতিবিদরা ৷ এদিন আলিপুরদুয়ার ৫টি কেন্দ্রে,জলপাইগুড়ি ৭টি, দার্জিলিঙের ৬টি, উত্তর দিনাজপুরের ৯টি আসন, দক্ষিণ দিনাজপুরের ৬টি আসন, মালদহের ১২টি ও বীরভূমের ১১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে ৷

advertisement

নির্বাচন কমিশন সূত্রে খবর, ২৩০ টির মধ্যে এখনও পর্যন্ত দুটি অভিযোগই গুরুত্বপূর্ণ ছিল ৷ ইলামবাজারে তৃণমূলের সঙ্গে বিজেপি-সিপিএমের সংঘর্ষ ও আরেকটি হল ইংরেজবাজার ১৬৩ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ৷ ইতিমধ্যেই এই দুই অভিযোগের সমাধান করেছে নির্বাচন কমিশন ৷ সংঘর্ষের ঘটনা গ্রেফতার হয়েছে তিনজন ৷ অন্যদিকে, ইংরেজবাজার ১৬৩ নম্বর বুথ থেকে ছাপ্পা ভোটের অভিযোগ পাওয়ার পর সরানো হয়েছে প্রিসাইডিং অফিসারকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আজ বীরভূম ও উত্তরবঙ্গের ছ'টি জেলায় চলছে নির্বাচন ৷ দ্বিতীয় দফার ভোটের নিরাপত্তা সুনিশ্চিত করতে ৬৯৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন রাজ্য পুলিশকর্মীরাও।

বাংলা খবর/ খবর/কলকাতা/
নির্বাচন শুরুর আড়াই ঘণ্টার মধ্যে কমিশনে জমা পড়ল ২৩০টি অভিযোগ