নির্বাচন কমিশন সূত্রে খবর, ১০০১টি অভিযোগের মধ্যে বেশিরভাগ অভিযোগের সমাধান করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কমিশন ৷ এদিন বিভিন্ন জায়গায় ইভিএম খারাপ হয়ে যাওয়ার অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে ৷ ১৫টি জায়গা থেকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগও উঠেছিল ৷ এছাড়া বেশ কয়েকটি জায়গায় বুথের বাইরে গন্ডগোলের অভিযোগও জমা পড়েছে ৷ বুথ দখল ও জ্যামের অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে CEO সুনীল গুপ্তা ৷ শুধু বীরভূম জেলা থেকেই ২৫০-এর উপর অভিযোগ জমা পড়েছে ৷ অন্য উত্তেজনাপূর্ণ অঞ্চল মালদহ থেকে ২০০টিরও বেশি অভিযোগ এসেছে ৷ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ আজ সারাদিনে বিভিন্ন অভিযোগে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা ৷
advertisement
প্রথম দফায় দুই পর্বে ঝুড়ি ঝুড়ি অভিযোগ জমা পড়ার কথা মাথায় রেখে দ্বিতীয় দফায় আরও কড়া ছিল নির্বাচন কমিশন ৷ নির্বাচন কমিশনের নজরদারিতে রবিবার ১৭ এপ্রিল সাতটি জেলার ৫৬টি বিধানসভা কেন্দ্রে ১৩,৬৮১ বুথে সম্পন্ন হল ভোট গ্রহণ ৷ এদিন ৩৮৩ জন প্রার্থীর ভাগ্য ছিল ভোটারদের হাতে ৷ এই দফায় লড়াইয়ে সামিল একাধিক হেভিওয়েট প্রার্থী ৷ হরকা বাহাদুর থেকে দুধকুমার মণ্ডল, ভাইচুং ভুটিয়া থেকে আবু নাসের খান, গৌতম দেব থেকে অশোক ভট্টাচার্য ৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে চোখ টানলেন প্রবীণ থেকে নবীন রাজনীতিবিদরা ৷ এদিন আলিপুরদুয়ার ৫টি কেন্দ্রে,জলপাইগুড়ি ৭টি, দার্জিলিঙের ৬টি, উত্তর দিনাজপুরের ৯টি আসন, দক্ষিণ দিনাজপুরের ৬টি আসন, মালদহের ১২টি ও বীরভূমের ১১টি বিধানসভা কেন্দ্রে এদিন ভোটগ্রহণ হয় ৷