TRENDING:

অশান্ত তৃতীয় দফার ভোট, এক নজরে ভোটের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি

Last Updated:

বোমা, গুলি,খুন, সংঘর্ষে অশান্ত তৃতীয় দফার ভোট ৷ তৃতীয় দফায় কমিশনে অভিযোগের বন্যা ৷ বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনে প্রায় ২০০০-এরও বেশি অভিযোগ জমা পড়েছে ৷ বৃহস্পতিবার ২১ এপ্রিল কলকাতা সহ ৪ জেলায় ভোট ৬২টি বিধানসভা কেন্দ্রে ১৬৪৬১টি বুথে মোট ৪১৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে ৷ আজ মুর্শিদাবাদের ২২টি কেন্দ্রে, নদীয়ার ৭টি, বর্ধমানের ১৬টি এবং উত্তর কলকাতার ৭টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ ৷ ভোট দেবেন প্রায় ১ কোটি ৩৭ লক্ষ ভোটার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বোমা, গুলি,খুন, সংঘর্ষে অশান্ত তৃতীয় দফার ভোট ৷ তৃতীয় দফায় কমিশনে অভিযোগের বন্যা ৷ বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনে প্রায় ২০০০-এরও বেশি অভিযোগ জমা পড়েছে ৷ বৃহস্পতিবার ২১ এপ্রিল কলকাতা সহ ৪ জেলায় ভোট ৬২টি বিধানসভা কেন্দ্রে ১৬৪৬১টি বুথে মোট ৪১৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে ৷ আজ মুর্শিদাবাদের ২২টি কেন্দ্রে, নদীয়ার ৭টি, বর্ধমানের ১৬টি এবং উত্তর কলকাতার ৭টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ ৷ ভোট দেবেন প্রায় ১ কোটি ৩৭ লক্ষ ভোটার ৷
advertisement

এক নজরে দেখে নিন বিকেল ৫টা পর্যন্ত ঘটা গুরুত্বপূর্ণ ঘটনাগুলি-

কাশীপুরের ভুয়ো এজেন্টের হদিশ। ১১৪ নম্বর বুথে ভুয়ো এজেন্ট। পুলিশের সঙ্গে বচসা অভিযুক্তের । সংবাদমাধ্যম দেখে পালাল এজেন্ট।

মুর্শিদাবাদ ২ কংগ্রেসকর্মীকে অপহরণ করে মারধর । অপহরণ সাধন মাল ও বাসু মালকে । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হরিহরপাড়ার হোসেনপুরের ঘটনা

কাশীপুরের দুটি বুথ থেকে এজেন্ট বের করে দেওযার অভিযোগ। বাম ও নির্দল প্রার্থীর বের করে দেওয়ার অভিযোগ। নির্দল প্রার্থীর উপস্থিতিতে জোরদার বচসা। পুলিশের উপস্থিতিতে বুথে ঢুকল এজেন্ট।

advertisement

অশান্তির খবর মুর্শিদাবাদের ডোমকল থেকে। ১৭৭ এবং ১৭৮ নম্বর বুথের সামনে বোমাবাজি।

কাশীপুরে এজেন্ট আটক । ভোটে বাধা দেওয়ার অভিযোগ। নির্দল প্রার্থীর এজেন্টকে আটক করল পুলিশ। কাশীপুরের বুথ থেকে এজেন্টকে আটক

নদিয়া ,সিপিএম এজেন্টকে ঢুকতে বাধা ।বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । গয়েশপুর ২৫৪ নম্বর বুথের ঘটনা । আনন্দপল্লি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বুথ ।বুথে কোনও বিরোধী এজেন্ট নেই ।

advertisement

নদিয়া, গয়েশপুরে সিপিএম এজেন্টকে মারধর । মারধর করে বুথে ঢুকতে বাধা ।২২৪ ও ২২৫ নং বুথের ঘটনা ।তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

কাশীপুর সিপিএম এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ । কাশীপুরের CIT গার্লস হাইস্কুলের ঘটনা । ৪ নং ওয়ার্ডে ১৫৮ ও ১৬৩ নং বুথে অভিযোগ । অভিযোগ সিপিএম প্রার্থী কণীনিকা ঘোষ বোসের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা পুলিশের

advertisement

দমদমে ভোটের লাইনে বাম সমর্থককে মার । মেরে ভোটের লাইন থেকে বের করার অভিযোগ ওঠে এক তৃণমূল সমর্থকের বিরুদ্ধে

পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর সামনেই ঘটনা ঘটে । ঘটনাটি ঘটে দমদম আশুতোষ ইনস্টিটিউশন ৷

জঙ্গিপুর কেন্দ্রে ভোটারের হয়ে ভোট দেওয়ার অভিযোগ । স্থানীয় কংগ্রেসকর্মী অভিযুক্ত ।

বিধানসভা নির্বাচনে প্রথম হিংসার বলি ডোমকলে । ডোমকলের শিরোপাড়ায় খুন এক সিপিএম কর্মী। নিহত সিপিএম কর্মীর নাম তহিদুল ইসলাম । বোমাবাজিতেই খুন, দাবি সিপিএমের । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । ঘটনায় জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

advertisement

সিপিএম কর্মীকে মারধর । ভোট দিতে আসার পথে মারধর । গতকাল রাত থেকে হুমকি দেওয়া হয় । তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ।

খণ্ডঘোষের উখরি গ্রামের ঘটনা ।

বর্ধমান শহরে সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঠাকুরপল্লির বিবেকানন্দ কলেজে সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ।

বর্ধমানের কেতুগ্রামে ভোটারের কান কেটে নেওয়ার অভিযোগ। অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । কেতুগ্রামের ৭৮ নং বুথের ঘটনা ।

বেলেঘাটায় এগারজনকে গ্রেফতার করল পুলিশ। ভোটে গণ্ডগোল ও ঝামেলা পাকানোর অভিযোগে প্রথম দফায় সাতজনকে গ্রেফতার করা হয়। তারপর পাড়ায় পাড়ায় ঢুকে পুলিশ তল্লাশি চালায়। পরে আরও চারজনকে গ্রেফতার করা হয়।

নদিয়ার সগুণায় বুথের ১০ মিটারের মধ্যে উদ্ধার হল কৌটো বোমা । ৫৯ ও ৬০ নং বুথের পাশে ৪টি কৌটো বোমা উদ্ধার করা হয়। সগুণার ২ নং লিচুতলার ঘটনা। ঘটনাস্থলে পুলিশ।

বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে লাঠিচার্জ করল কেন্দ্রীয় বাহিনী । কাঞ্চননগরের উদয়পল্লী এলাকার বুথে অবৈধ জমায়েত হয়। ভিড় করে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে বহিরাগতদের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে এলাকায় যায় কেন্দ্রীয় বাহিনী। ভিড় সরাতে লাঠিচার্জ করে তারা।

সকাল থেকে উত্তপ্ত ডোমকল। মুর্শিদাবাদের ডোমকলে রাজনৈতিক সংঘর্ষে আজ এক সিপিএম কর্মীর মৃত্যু হয়। ঘটনার সূত্রপাত সকাল থেকেই। তৃণমূলকংগ্রেসের অভিযোগ, তাদের ওপর প্রথম হামলার ঘটনা ঘটে। পালটা সিপিএমের অভিযোগ, তৃণমূলের হামলাতেই তাদের এক কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।

বুথের বাইরে বাইক নিয়ে সন্দেহজনকভাবে ঘোরার অভিযোগে গ্রেফতার ২ যুবক। জোড়াসাঁকো কেন্দ্রের পোস্তার ঘটনা। আজ মাহেশ্বরী বিদ্যালয় বুথের বাইরে বাইক নিয়ে ঘুরছিল দুই যুবক। সন্দেহ হওয়ায় তাদের আটক করে পুলিশ। পরিচয়পত্র বা লাইসেন্স দেখাতে না পারায় দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। বাইকটিও আটক করেছে পুলিশ।

বেলেঘাটায় এগারজনকে গ্রেফতার করল পুলিশ। ভোটে গণ্ডগোল ও ঝামেলা পাকানোর অভিযোগে প্রথম দফায় সাতজনকে গ্রেফতার করা হয়। তারপর পাড়ায় পাড়ায় ঢুকে পুলিশ তল্লাশি চালায়। পরে আরও চারজনকে গ্রেফতার করা হয়।

নদিয়ার চাকদহে তৃণমূল যুবনেতাকে মারধরের অভিযোগ উঠল। ভোট দিতে যাওয়ার পথে মারধর করা হয় তৃণমূল যুবনেতা সুব্রত তরফদারকে। অভিযোগ উঠেছে বাম ও কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। চাকদহের উত্তর লালপুরে ১৯৪ নং বুথের ঘটনা।

রঘুনাথগঞ্জে ভোটারের হয়ে ভোট দিয়ে দেওয়ার অভিযোগ কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। অভিযোগ এক বৃদ্ধার হয় ভোট দেন কংগ্রেস কর্মী। ইটিভির খবরের জেরে প্রিসাইডিং অফিসারকে বদল রঘুনাথগঞ্জে।

রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রের মির্জাপুর স্কুলে এক বৃদ্ধাকে নিজের আত্মীয় পরিচয় দিয়ে নিয়ে যান ওই যুবক। বৃদ্ধাকে ২ নম্বর বোতামে ভোট দিতে বলেন ওই যুবক। বৃদ্ধার দাবি, যুবক তাঁর আত্মীয় নন। জোর করে ওই যুবক তাঁর সঙ্গে ঢোকে এবং তাঁকে কোন্ বোতামে ভোট দিতে হবে তাও বলে দেয়। প্রিসআইডিং অফিসারের দাবি, বৃদ্ধা চোখে দেখতে পাননা বলেই যুবককে ঢুকতে দেওয়া হয়েছিল। অভিযোগ পাওয়ার পর রঘুনাথগঞ্জের ওই বুথে প্রিসাইডিং অফিসারকে বদল করা হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দমদম সেভেন ট্যাঙ্কসের কাছ থেকে গ্রেফতার কাশীপুরের তৃণমূল নেতা আনওয়ার খান ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
অশান্ত তৃতীয় দফার ভোট, এক নজরে ভোটের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি