TRENDING:

সিঙ্গুর দিবসেই জমি ফেরত পাচ্ছেন চাষীরা, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Last Updated:

জল্পনা আগেই ছিল ৷ সাংবাদিক বৈঠকে তাতে সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সিঙ্গুর দিবসেই জমি ফেরত পাবেন চাষীরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #কলকাতা: জল্পনা আগেই ছিল ৷ সাংবাদিক বৈঠকে তাতে সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সিঙ্গুর দিবসেই জমি ফেরত পাবেন চাষীরা ৷ সোমবার নবান্নে সিঙ্গুরের জমি সমীক্ষার কাজের রিপোর্ট নিয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিগোষ্ঠী ও হাইপাওয়ার কমিটির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠকের নেতৃত্বে ছিলেন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যেপাধ্যায় ৷ এরপরই সাংবাদিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ১৪ তারিখ সিঙ্গুর দিবসে ৬২০ একর জমি তুলে দেওয়া হবে চাষীদের হাতে ৷ একইসঙ্গে ৮০০ জনের হাতে তুলে দেওয়া হবে ক্ষতিপূরণের টাকার চেক ৷
advertisement

রোম, জার্মানি হয়ে কলকাতায় ফিরেই সিঙ্গুরের জমি ফেরত প্রক্রিয়ার কাজ কতদূর এগিয়েছে সেই নিয়ে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী বিদেশ সফরের থাকাকালীন প্রতিদিনই শাসকদলের কোনও না কোনও মন্ত্রী সমীক্ষার কাজের তদারকিতে সিঙ্গুর গিয়েছিলেন ৷ সমস্ত কাজ খুঁটিয়ে দেখার পর রিপোর্ট জমা দেন এদিন ৷ একইসঙ্গে হাইপাওয়ার কমিটিও নিজের রিপোর্ট জমা দেন ৷

advertisement

দশ দিনের সমীক্ষার কাজে খুশি মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠকে জানান, ‘৬২০ একর জমি চিহ্নিতকরণের কাজ শেষ ৷ যা কাজ হয়েছে তা সন্তোষজনক ৷ পরশু ৬২০ একর জমি চাষীদের ফেরৎ দেওয়া হবে ৷ সুপ্রিম কোর্টের রায় মেনেই সমস্ত কাজ হচ্ছে ৷’

সিঙ্গুর উৎসবের মঞ্চ থেকেই নতুনভাবে শুরু করবে সিঙ্গুর ৷ শুধু জমি নয়, ক্ষতিপূরণের চেকও সেদিনই চাষীদের হাতে তুলে দেওয়া হবে ৷ উচ্চপর্যায়ের বৈঠক শেষে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘১৪ তারিখ মাটির জয়, মানুষের জয় অনুষ্ঠান হবে ৷ প্রায় ৮০০ চেক তৈরি হয়ে গেছে ৷ সেখানেই কৃষকদের চেক ফেরৎ দেওয়া হবে ৷ ৯১১৭ টি জমির দলিল ও পড়চাও তুলে দেওয়া হবে চাষীদের হাতে ৷’

advertisement

আরও পড়ুন

সিঙ্গুরের জমিতে ফের শিল্পের সম্ভাবনা, আশা জাগাল সরকারি নির্দেশ

শুধু জমি ফেরত দিয়েই শেষ হচ্ছে না কাজ ৷ মুখ্যমন্ত্রী আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন সিঙ্গুরের চাষীদের জীবনের মূলস্রোতে ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত সাহায্য করবে সরকার ৷ সেই মতোই মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘোষণা করেন, ‘জমির কাজ শেষ না হওয়া পর্যন্ত চাল দেবে সরকার ৷ নভেম্বর পর্যন্ত ২ হাজার টাকা সরকারি অনুদানও দেওয়া হবে সিঙ্গুরের চাষীদের ৷ সিঙ্গুরের জমি চাষযোগ্য করতে প্যাকেজ দেবে রাজ্য সরকার ৷’

advertisement

তবে ১৪ তারিখ সিঙ্গুরে কোনও প্রশাসনিক বৈঠক করবেন না বলে এদিন নবান্নে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠকের জন্য অন্য কোনও দিন নির্ধারিত করা হবে ৷

আরও পড়ুন,

সিঙ্গুরে এখন অনিচ্ছুকদের মুখে ভিন্ন সুর, জমি নয় শিল্প চাই

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাজ্যের শিল্পমন্ত্রী অমিত মিত্র, টাটাদের সিঙ্গুরের জমি থেকে প্রস্তাবিত ন্যানো কারখানার শেড সরানোর অনুরোধ করবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী ৷ একইসঙ্গে আশ্বাস দেন টাটা কোনও উদ্যোগ না নিলে, দু’একদিনের মধ্যে সরকার নিজেই শেড ভেঙে দেবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সিঙ্গুর দিবসেই জমি ফেরত পাচ্ছেন চাষীরা, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী