সারদাকাণ্ডে ধৃত মনোরঞ্জনা সিং এবং ব্যবসায়ী রমেশ গান্ধিকে জেরার অনুমতি চেয়ে আলিপুর আদালতে আবেদন করেছিল সিবিআই ৷ আদালত আবেদন মঞ্জুর করার সঙ্গে সঙ্গেই জেরা শুরু করে গোয়েন্দা আধিকারিকরা ৷ সোমবারই আলিপুর জেলে সারদাকাণ্ডে ধৃত মদন মিত্রকেও জেরা করেছে সিবিআই ৷
advertisement
সিবিআই সূত্রে খবর, আগামী বছরের জানুয়ারি মাসেই মনোরঞ্জনার বিরুদ্ধে চার্জশিট ফাইল করবে সিবিআই ৷ তার আগে কিছু তথ্য যাচাই করার জন্য এদিন দুই অফিসার প্রায় দেড় ঘণ্টা ধরে হাসপাতালে জেরা করে মনোরঞ্জনাকে ৷ অন্যদিকে রমেশ গান্ধিকেও প্রায় ঘণ্টাখানেক জেরা করা হয় ৷ মদন মিত্র-সহ এই তিন জনকে জেরায় প্রাপ্ত তথ্য সিবিআই অফিসাররা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন ৷ এর পরেই ঠিক করা হবে তদন্তের পরবর্তী ধাপ ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 29, 2015 8:34 PM IST