TRENDING:

মদনের পর এবার জেরার মুখে মনোরঞ্জনা এবং রমেশ গান্ধি

Last Updated:

মঙ্গলবার সারদাকাণ্ডে ধৃত মনোরঞ্জনা সিং এবং ব্যবসায়ী রমেশ গান্ধিকে জেরা করল সিবিআই আধিকারিকরা ৷ মনোরঞ্জনা ও রমেশ দু’জনেই এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ৷ এদিন হাসপাতালে গিয়েই ধৃতদের জেরা করে সিবিআই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : মঙ্গলবার সারদাকাণ্ডে ধৃত মনোরঞ্জনা সিং এবং ব্যবসায়ী রমেশ গান্ধিকে জেরা করল সিবিআই আধিকারিকরা ৷ মনোরঞ্জনা ও রমেশ দু’জনেই এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ৷ এদিন হাসপাতালে গিয়েই ধৃতদের জেরা করে সিবিআই৷
advertisement

সারদাকাণ্ডে ধৃত মনোরঞ্জনা সিং এবং ব্যবসায়ী রমেশ গান্ধিকে জেরার অনুমতি চেয়ে আলিপুর আদালতে আবেদন করেছিল সিবিআই ৷ আদালত আবেদন মঞ্জুর করার সঙ্গে সঙ্গেই জেরা শুরু করে গোয়েন্দা আধিকারিকরা ৷ সোমবারই আলিপুর জেলে সারদাকাণ্ডে ধৃত মদন মিত্রকেও জেরা করেছে সিবিআই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

সিবিআই সূত্রে খবর, আগামী বছরের জানুয়ারি মাসেই মনোরঞ্জনার বিরুদ্ধে চার্জশিট ফাইল করবে সিবিআই ৷ তার আগে কিছু তথ্য যাচাই করার জন্য এদিন দুই অফিসার প্রায় দেড় ঘণ্টা ধরে হাসপাতালে জেরা করে মনোরঞ্জনাকে ৷ অন্যদিকে রমেশ গান্ধিকেও প্রায় ঘণ্টাখানেক জেরা করা হয় ৷ মদন মিত্র-সহ এই তিন জনকে জেরায় প্রাপ্ত তথ্য সিবিআই অফিসাররা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন ৷ এর পরেই ঠিক করা হবে তদন্তের পরবর্তী ধাপ ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মদনের পর এবার জেরার মুখে মনোরঞ্জনা এবং রমেশ গান্ধি