TRENDING:

কলকাতায় বৃষ্টিপাতের ‘সেঞ্চুরি’ ! রাত থেকে একটানা বৃষ্টিতে জলমগ্ন শহরের বিস্তীর্ণ এলাকা

Last Updated:

চিৎপুর রেল ইয়ার্ডে জল জমে আছে। সিগন্যাল সমস্যা বারবার দেখা গিয়েছে সাউথ সেকশনের একাধিক জায়গায়। মাঝে মধ্যেই ম্যানুয়াল সিগন্যালে চলছে। হাওড়া ও শিয়ালদহ দুই ডিভিশনেই দেরিতে চলছে ট্রেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল ও বিশ্বজিৎ সাহা, কলকাতা: গতকাল, বৃহস্পতিবার রাত থেকে আজ, শুক্রবার সকাল পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের ‘সেঞ্চুরি’ ! ধাপা এবং উল্টোডাঙায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে গতকাল রাত থেকে আজ, শুক্রবার সকাল পর্যন্ত। ধাপায় বৃষ্টিপাতের পরিমাণ ১০৭ মিলিমিটার। উল্টোডাঙ্গায় বৃষ্টিপাতের পরিমাণ ১০১ মিলিমিটার। মানিকতলা এলাকায় ১০০ মিলিমিটারের কাছাকাছি ৯৭ মিমি পর্যন্ত বৃষ্টি হয়েছে। দক্ষিণের বালিগঞ্জ এলাকাতেও ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
রাত থেকে একটানা বৃষ্টিতে জলমগ্ন শহরের বিস্তীর্ণ এলাকা (File Photo)
রাত থেকে একটানা বৃষ্টিতে জলমগ্ন শহরের বিস্তীর্ণ এলাকা (File Photo)
advertisement

আরও পড়ুন– সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস !

চিৎপুর রেল ইয়ার্ডে জল জমে আছে। সিগন্যাল সমস্যা বারবার দেখা গিয়েছে সাউথ সেকশনের একাধিক জায়গায়। মাঝে মধ্যেই ম্যানুয়াল সিগন্যালে চলছে। হাওড়া ও শিয়ালদহ দুই ডিভিশনেই দেরিতে চলছে ট্রেন। তবে ট্রেন বাতিলের খবর নেই। নর্দান পার্ক এলাকায় জমা জল নামানোর কাজ শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা। ম্যানহোল খুলে চলছে পরিষ্কার এর কাজ। টানা বৃষ্টির জেরে বউবাজারের একটা পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে ফুটপাত লাগোয়া ছোট দোকানের উপর। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে জলমগ্ন ভবানীপুর চত্বর। ক্যাম্যাক স্ট্রিট, উডবার্ন লেন সর্বত্র একই ছবি। মুক্তারামবাবু স্ট্রিট, কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকাও এখন জলমগ্ন।

advertisement

বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ-

Maniktala – 49+48=97 mm

Duttabagan -13+ 57=70 mm

Beerpara – 5+50=55 mm

Marcus Sq. – 32+19=61 mm

Belgachia -7+42=49 mm

Ballygunge – 42+28=70 mm

Chetla – 27+0=27 mm

advertisement

Mominpur – 35+14=49 mm

Kalighat – 30+7.4=37.4 mm

Jodhpur park – 31+12=43 mm

Dhapa- 71+36=107mm

Topsia -43+36=79 mm

Ultadanga -46+55=101 mm

Kamdahari -14+11=25 mm

Palmer bridge-56+30=86 mm

Thanthania – 44+33=77 mm

Behala f.c.- 18+17=35 mm

advertisement

Trenching ground – 40+24=64 mm

আরও পড়ুন– পরিযায়ী শ্রমিকদের জন্য ক্যাম্প বিধায়কের, সমস্যায় পড়লেই যোগাযোগের নম্বর দিয়ে রাখলেন

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে। আজ, শুক্রবারও দক্ষিণের সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় আজ, শুক্রবার ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দুই জেলার কিছু অংশে অতি প্রবল (২০ সেন্টিমিটারের বেশি) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই জেলাতেই জারি করা হয়েছে লাল সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতায় বৃষ্টিপাতের ‘সেঞ্চুরি’ ! রাত থেকে একটানা বৃষ্টিতে জলমগ্ন শহরের বিস্তীর্ণ এলাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল