আরও পড়ুন– সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস !
চিৎপুর রেল ইয়ার্ডে জল জমে আছে। সিগন্যাল সমস্যা বারবার দেখা গিয়েছে সাউথ সেকশনের একাধিক জায়গায়। মাঝে মধ্যেই ম্যানুয়াল সিগন্যালে চলছে। হাওড়া ও শিয়ালদহ দুই ডিভিশনেই দেরিতে চলছে ট্রেন। তবে ট্রেন বাতিলের খবর নেই। নর্দান পার্ক এলাকায় জমা জল নামানোর কাজ শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা। ম্যানহোল খুলে চলছে পরিষ্কার এর কাজ। টানা বৃষ্টির জেরে বউবাজারের একটা পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে ফুটপাত লাগোয়া ছোট দোকানের উপর। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে জলমগ্ন ভবানীপুর চত্বর। ক্যাম্যাক স্ট্রিট, উডবার্ন লেন সর্বত্র একই ছবি। মুক্তারামবাবু স্ট্রিট, কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকাও এখন জলমগ্ন।
advertisement
বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ-
Maniktala – 49+48=97 mm
Duttabagan -13+ 57=70 mm
Beerpara – 5+50=55 mm
Marcus Sq. – 32+19=61 mm
Belgachia -7+42=49 mm
Ballygunge – 42+28=70 mm
Chetla – 27+0=27 mm
Mominpur – 35+14=49 mm
Kalighat – 30+7.4=37.4 mm
Jodhpur park – 31+12=43 mm
Dhapa- 71+36=107mm
Topsia -43+36=79 mm
Ultadanga -46+55=101 mm
Kamdahari -14+11=25 mm
Palmer bridge-56+30=86 mm
Thanthania – 44+33=77 mm
Behala f.c.- 18+17=35 mm
Trenching ground – 40+24=64 mm
আরও পড়ুন– পরিযায়ী শ্রমিকদের জন্য ক্যাম্প বিধায়কের, সমস্যায় পড়লেই যোগাযোগের নম্বর দিয়ে রাখলেন
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে। আজ, শুক্রবারও দক্ষিণের সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় আজ, শুক্রবার ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দুই জেলার কিছু অংশে অতি প্রবল (২০ সেন্টিমিটারের বেশি) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই জেলাতেই জারি করা হয়েছে লাল সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ।