TRENDING:

Kolkata Waterlogged: ৩ দিন পার, কোথায় CESC! বালিগঞ্জের অভিজাত আবাসনে নেই বিদ্যুৎ-জল! চরম দুর্ভোগ

Last Updated:

Kolkata Waterlogged: প্রায় তিন দিন বিদ্যুৎহীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকার বাড়ি। বালিগঞ্জের 6B অনিল মৈত্র রোড, এই আবাসনের চারটি ফ্ল্যাট রয়েছে। সেখানেই থাকেন অধ্যাপিকা পিয়ালী শূর। এখনও বিদ্যুহীন এই আবাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ প্রায় তিন দিন বিদ্যুৎহীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকার বাড়ি। বালিগঞ্জের 6B অনিল মৈত্র রোড, এই আবাসনের চারটি ফ্ল্যাট রয়েছে। সেখানেই থাকেন অধ্যাপিকা পিয়ালী শূর। এখনও বিদ্যুহীন এই আবাসন।
অধ্যাপিকা পিয়ালী শূর
অধ্যাপিকা পিয়ালী শূর
advertisement

খাবারের জল কিনে যাবতীয় কাজকর্ম করতে হচ্ছে। জলের পাম্প চলছে না ফলে বাথরুমের ক্ষেত্রেও কেনা জল ভরসা। CESC-কে একাধিকবার যোগাযোগ করেও কোনও সুরাহা হয়নি। সোমবার রাত তিনটের সময় বিদ্যুৎ চলে যায়। তারপর বৃহস্পতিবার দুপুর বারোটা বেজে গেলেও এখনও বিদ্যুৎ আসেনি।

আরও পড়ুনঃ ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

advertisement

আবাসনের একটি মাত্র ফ্ল্যাটে একটি ঘরে বিদ্যুৎ রয়েছে। কারণ সেটি আলাদা মিটার। তাই সেই ঘর থেকেই মোবাইল চার্জ দেওয়ার কাজ চলছে। তবে, বাকি কোনও ফ্ল্যাটেই বিদ্যুৎ নেই। বারবার যোগাযোগ করেও কোন কর্মী এখনও আসেননি।

সোমবার রাতভর বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে যায়। বিভিন্ন গলিপথ জলমগ্ন হয়ে পড়ে। মঙ্গলবার রাত পর্যন্তও সেই জল নামেনি। পুজোর সময়ে শহরকে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুর প্রশাসন। প্রবল দুর্যোগ। রাতভর অতিভারী বৃষ্টি। বন্ধ গঙ্গার লকগেট। এই তিনের জেরেই ভাসল কলকাতা। কিন্তু কলকাতাবাসীর দুর্ভোগ পুরোপুরি কাটেনি। বৃহস্পতিবার পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Waterlogged: ৩ দিন পার, কোথায় CESC! বালিগঞ্জের অভিজাত আবাসনে নেই বিদ্যুৎ-জল! চরম দুর্ভোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল