টুপির পাশাপাশি একটি রেডিয়াম স্টিকার ও দেওয়া হল। অন্ধকার রাতে বা বর্ষার সময় দেখা যায় না সামনের রাস্তা। সেই সময় হটাৎ চলে আসা সাইকেলের সঙ্গে দুর্ঘটনার প্রবণতা সবচেয়ে বেশি। এবার সেই দুর্ঘটনা কমাতে সাইকেলের পিছনের দিকে আটকে দেওয়া হল রেডিয়াম স্টিকার। মঙ্গলবার পার্ক সার্কাসে কলকাতা পুলিশের ইষ্ট ট্রাফিক গার্ডের তরফে সাইকেল আরোহীদের কথা ভেবে নেওয়া হয়েছিল এই উদ্যোগ। বেকবাগানের দিক থেকে আসা এক সাইকেল আরোহী অসিম তালুকদার এই টুপি পেয়েই জানালেন, 'ছোট গাড়ি অনেকেই পাত্তা দেয় না। এই টুপির হলুদ রং চোখে পড়লেই ভাল'। মহম্মদ ওয়াসিম জানালেন, 'সাইকেলে স্টিকারের ভাবনাটা ভাল। রাতের দিকে বাড়ির যাবার সময় অন্ধকার রাস্তায় বড় বড় গাড়িগুলো দেখবে'।
advertisement
সাইকেল আরোহীদের জন্য এই উদ্যোগ দেখে এক গাড়ির চালক বেশ খুশি। জানালেন মাঝে মধ্যেই চোখে পড়ে না সাইকেল আরোহীদের। সামনে চলে আসলেই ব্রেক চাপতে হয়, টুপিটা ব্যবহার করলে দেখা যাবে। ইষ্ট ট্রাফিক গার্ডের ওসি নীলেশ চৌধুরী জানালেন সাইকেল নিয়ে চিন্তা অনেক, সবাই একটু সাবধানে যাক তাহলেই ভাল। টুপি ব্যবহার করলে চেনা যাবে গাড়ির মধ্যে থেকেই। মঙ্গলবার বাইক চালকদের একটি লেন করে দেওয়া হয়েছিল পার্ক সার্কাসে। বাইকের বদনাম মুছে দিতেই এই লেন। বাইক নাকি লেন মানে না। এবার ছোট্ট লেন দিয়ে গাড়ি চালিয়ে বলা হয় সেভ ড্রাইভ সেভ লাইফ। সব কিছুর মধ্যে মাস্ক বিতরন চলল ট্রাফিক গার্ডেই।
Susovan Bhattacharjee