TRENDING:

ভয়াবহ তাপপ্রবাহে পুড়ে ছাড়খাড় হবে কলকাতা, রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফিরে এল তিন বছরের আগের স্মৃতি ৷ ২০১৫ সালের ভয়াবহ তাপপ্রবাহে মৃত্যু হয়েছিল প্রায় ২,৫০০ জনের ৷ সম্প্রতি প্রকাশ্যে আসা রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে সেই আভাসই মিলছে ৷ রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা একধাক্কায় ১.৫ ডিগ্রি বেড়ে গিয়েছে ৷ যার জেরে ভয়ঙ্কর তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে ভারত ৷ মুম্বই এবং কলকাতার পরিস্থিতি সবথেকে ভয়াবহ হতে চলেছে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের ৷
advertisement

রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী, পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়ছে ৷ তারজন্য দায়ী মানুষই ৷ কারণ শহরজুড়ে শিল্প-কারখানার সংখ্যা বাড়ছে ৷ ফলে দূষণের পরিমাণ বাড়ছে ৷ প্রচুর পরিমাণে কার্বন-ডাই-অক্সাইড বাতাসে মিশছে ৷ যার জেরে মানুষই পৃথিবীকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ৷ এমনটাই মত পরিবেশ বিজ্ঞানীদের ৷

আরও পড়ুন: কলকাতা ও হাওড়ার গঙ্গার ঘাটগুলিতে চলছে তর্পণ, রইল ছবি

advertisement

আর মাত্র ১০ বছর ৷ তারপরই তাপপ্রবাহ বইবে ভারত জুড়ে ৷ আগামী বছর থেকেই আসতে আসতে বাড়বে তাপপ্রবাহ ৷ ২০৩০ সালের মধ্যে ভয়াবহ তাপপ্রবাহ বইবে ভারতে ৷ বৃষ্টির অভাবে খাদ্যশস্য নষ্ট হয়ে যাবে ৷ পৃথিবী জুড়ে খাদ্য সঙ্কট দেখা দেবে ৷ কলকাতা, মুম্বই সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হবে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, গত ১৫০ বছরে গড়ে দিল্লির তাপমাত্রা বেড়েছে ১সেলসিয়াস, মুম্বইয়ে ০.৭ সেলসিয়াস, কলকাতা ১.২ সেলসিয়াস, চেন্নাই ০.৬ সেলসিয়াস ৷ সমীক্ষা বলছে, ২০৩০ সালের মধ্যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জেরে পৃথিবী জুড়ে তাপমাত্রা বাড়বে ১.৫সেলসিয়াস ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভয়াবহ তাপপ্রবাহে পুড়ে ছাড়খাড় হবে কলকাতা, রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য