আরও পড়ুন: ঘোড়ায় চড়ে ঘুরছিলেন পর্যটকরা, হঠাৎ পাইন বন থেকে ধেয়ে এল ঝাঁকে ঝাঁকে গুলি! পহলগাঁওয়ে কী ঘটল?
প্রাথমিক ভাবে খবর এসেছিল, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন রাজ্যের এক বাসিন্দা৷ কিন্তু রাত ৮টা নাগাদ জম্মু কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে মৃত এবং আহতদের যে তালিকা প্রকাশ করা হয়, তাতেই মৃতদের মধ্যে বিতানের নাম ছিল৷
advertisement
বিতানদের আদি বাড়ি বেহালার বৈশালী পার্কের কৈলাস বোস রোডে৷ কর্মসূত্রে ফ্লোরিডায় থাকায় স্ত্রী ছেলেকে বৈষ্ণবঘাটায় এক আত্মীয়ের বাড়িতে রেখেছিলেন বিতান৷
মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, বিতানের মৃত্যুর খবর পাওয়ার পরই তাঁর স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী৷ বিতানের মৃত্যুতে শোকপ্রকাশ করে পরে এক্স হ্যান্ডেলে পোস্টও করেন মুখ্যমন্ত্রী৷ তিনি লেখেন, ‘মৃতদের মধ্যে আমাদের রাজ্যের বাসিন্দা বিতান অধিকারীও রয়েছেন৷ ফোনে আমি তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেছি৷ এই শোকের সময়ে কোনও শব্দই যথেষ্ট নয়৷ কিন্তু আমি তাঁকে আশ্বস্ত করেছি যে তাঁর স্বামীর মরদেহ কলকাতায় ফিরিয়ে আনতে আমাদের সরকার সবরকম সাহায্য করবে৷ এই অমানবিক জঙ্গি হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের পরিবারকে আমার গভীর সমবেদনা জানাই৷’
